হোম > জাতীয়

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, শনাক্তে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিনই একের পর এক রেকর্ড গড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রেকর্ড ৩৯৯ জন শনাক্ত হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রতিবেদন বিশ্লেষণে আজ রোববার এই চিত্র পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৩৯৯ জন, যা এ বছরের রেকর্ড শনাক্ত। গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। শনাক্তদের মধ্যে ঢাকায় ২৮০ জন এবং বাইরে ১১৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১ হাজার ৪৮৩ জন। এদের মধ্যে রাজধানীর ৫০টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১ হাজার ৮৯ জন এবং বাইরে ৩৯৪ জন। 

চলতি মাসের প্রথম ১৮ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৪ হাজার ৯৯৬ জন। একই সময়ে মোট মৃত্যু হয়েছে ২৪ জনের। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ১৭৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে ৯ হাজার ৬৪৯ জন। ঢাকায় ভর্তি হয়েছে ৮ হাজার ৮১৫ জন এবং ছাড়পত্র নিয়েছে ৭ হাজার ৭০৫ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৩৬২ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছে ১ হাজার ৯৪৪ জন। এ সময় মৃত্যু হয়েছে ৪৪ জনের। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আগস্টের ৩১ দিনে মোট রোগী ৩ হাজার ৫৩১ জন শনাক্ত হয়েছিল। আর চলতি মাসের ১৮ দিনে রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৪ হাজার ৯৯৬ জন। ১৮ দিনে মৃত্যু হয়েছে ২৪ জনের। জুনে একজন, জুলাইতে ৯ জনসহ সব মিলে সর্বমোট ৪৪ জনের মৃত্যু হয়েছে। 

কীটতত্ত্ববিদেরা জানান, তাঁদের আগেই ধারণা ছিল আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গু সর্বোচ্চ চূড়ায় উঠবে। দেশে চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ২৭৮ জন রোগী শনাক্ত হচ্ছে। এ জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারকে। যেসব এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি, সেখানে সাঁড়াশি অভিযান চালিয়ে দ্রুত মশা মারতে হবে। 

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী