হোম > জাতীয়

সৌদির শ্রম আইন সংস্কারে প্রবাসী নারীকর্মীদের সুরক্ষা অন্তর্ভুক্ত করার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের জন্য লেবার রিফর্ম ইনিশিয়েটিভ (এলআরআই)–এ বাংলাদেশের নারী গৃহকর্মীদের সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করার অনুরোধ করেছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। বাংলাদেশি নারী গৃহকর্মীদের সুরক্ষা ও নির্যাতন বন্ধে তিনি সৌদি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. আওয়াদ বিন সালেহ আল আওয়াদের কাছে এ অনুরোধ করেন তিনি। আচ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রিয়াদে বাংলাদেশ দূতাবাস।

এতে জানানো হয়, সৌদি আরবের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. আওয়াদ বিন সালেহ আল আওয়াদের সঙ্গে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বৈঠক করেছেন। এ সময় রাষ্ট্রদূত সৌদি আরবে কর্মরত অভিবাসীদের জন্য এলআরআই চালু করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখার জন্য কমিশনের চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানান। এলআরআই চালু করার ফলে সৌদি আরবে কর্মরত অভিবাসী শ্রমিকেরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন বলেও জানান তিনি।

এ সময় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি এলআরআই কার্যক্রমে গৃহকর্মীদের অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়ে বলেন, এটি করা হলে কোনো গৃহকর্মী নির্যাতিত বা অধিকার বঞ্চিত হলে তার প্রতিকার পাওয়া সহজ হবে।

জবাবে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানান, বিদ্যমান কাফালা ব্যবস্থার পরিবর্তনে তাঁরা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মানবাধিকার কমিশন সৌদি আরবের বিভিন্ন শহরে শেল্টার হাউস তৈরি করছে, যেখানে নির্যাতিত গৃহকর্মীরা আশ্রয় নিতে পারবেন। এ বছরের শেষ নাগাদ এটির কাজ শুরু হবে। পাশাপাশি, সৌদি মানবাধিকার কমিশন শ্রমিক ও গৃহকর্মীদের অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করবে। এ বিষয়ে তিনি দূতাবাসের সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় তিনি কোনো গৃহকর্মী নির্যাতিত হলে তা কমিশনের হটলাইনে জানানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

বৈঠকে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি সৌদি আরবের মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে দুই দেশের মানবাধিকার কমিশনের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। এ সময় কমিশনের চেয়ারম্যান একে স্বাগত জানিয়ে দুই দেশের বিভিন্ন ইস্যুতে একত্রে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এ ছাড়া এই বৈঠকে সৌদি আরব মানব পাচার প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান সারাহ আল তামিমি এবং বাংলাদেশ দূতাবাসের উপ মিশন প্রধান এস এম আনিসুর রহমান ও কাউন্সেলর মো. হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।

আপিলের শেষ দিনে টিকে গেলেন ২৩ প্রার্থী, ঝরে পড়লেন দুজন ও ঝুলে রইলেন একজন

আপিল শুনানিতে নির্বাচন কমিশন কোনো পক্ষপাত দেখায়নি: সিইসি

আচরণবিধি লঙ্ঘন: এনসিপির নাহিদ ও নাসীরুদ্দীনকে ইসির শোকজ

শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীকে অবৈধ ঘোষণা করল ইসি

মানবতাবিরোধী অপরাধ: নানক ও তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি

আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল

জনতা ব্যাংকের ৪৭০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে তলব

আকাশসীমা সুরক্ষা জাতীয় সার্বভৌমত্বের মৌলিক ভিত্তি: বিমানবাহিনীর প্রধান

‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন