হোম > জাতীয়

‘বলতে পারেন, আমি ফেসবুকের এমপি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম দেখায় তিনি হেসে হেসে বলেছিলেন, ‘তুমি তো ফেসবুকের মধ্য দিয়ে এমপি হয়ে গেছ।’ তবে নিজেকে ‘ফেসবুক এমপি’ বলেই মনে করেন দ্বাদশ সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। 

প্রধানমন্ত্রীর উদ্দেশে এমপি সায়েদুল হক সুমন বলেন, ‘প্রধানমন্ত্রীর সামনের দিকের আসনে বসা স্বতন্ত্র ও বিরোধী সদস্যদের সবকিছুই দেখতে পান। কিন্তু প্রধানমন্ত্রীর পেছনে যাঁরা বসেন, তাঁরাই ক্ষমতার উৎস। তাঁদেরও একটু চেক করার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই।’ এ সময় সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাসতে দেখা যায়। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশের উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করে সুমন বলেন, ‘যে উন্নয়ন তিনি করেছেন, বাংলাদেশের ইতিহাসে তা হয়নি। হৃদয়ে যদি দেশপ্রেম থাকে, টাকা কোনো সমস্যা হয় না—এটা প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী। চাইলেই এ দেশকে বহুদূর নিয়ে যাওয়া সম্ভব।’ 

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ও আলোচিত মুখ সায়েদুল হক সুমন বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে যখন দেখা হয়, তিনি আমাকে হেসে হেসে বলেছিলেন—তুমি তো ফেসবুকের মধ্য দিয়ে এমপি হয়ে গেছ।’

এ প্রসঙ্গে সুমন বলেন, ‘আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই। আমি ফেসবুককে ব্যবহার করে হয়েছি। কিন্তু একটা জিনিস, বাংলাদেশটাকে যিনি ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন, এটার প্রোডাক্ট হচ্ছে ফেসবুক। আর ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ যিনি তৈরি করেছেন, এই বিবেচনা যদি আপনি করেন, কারণ এই ডিজিটাল বাংলাদেশ না করলে আমি ফেসবুকে ৭ মিলিয়ন ফলোয়ার তৈরি করতে পারতাম না। এই বিবেচনায় আপনি বলতেই পারেন যে আমি ফেসবুকের এমপি। কিন্তু আমাকে ফসল হিসেবে তুলেছেন শেখ হাসিনা।’

সরকারের উন্নয়নের প্রশংসা করে সুমন বলেন, ‘এত সফলতার মধ্যেও কিছু সমস্যা আছে। দ্রব্যমূল্যের অবস্থা খুবই খারাপ। ব্যাংকগুলোর অবস্থা খুব খারাপ। টাকা পাচার কোনোভাবে রোধ করা যাচ্ছে না।’ 

তিনি বলেন, ‘সৌভাগ্য কি দুর্ভাগ্য জানি না, প্রধানমন্ত্রীর একেবারে সামনেই পড়ছে আমার সিট। তিনি সব দেখতে পান। আমাদের নড়াচড়ার কোনো সুযোগ নাই। সব বিরোধী দল এবং স্বতন্ত্ররা প্রধানমন্ত্রীর চোখের সামনে পড়ে গেছে। আমরা সংসদের বাইরেও নড়তে পারব না, ভেতরেও নড়তে পারতেছি না।’ 

সায়েদুল হক সুমন বলেন, ‘যারা স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন, তাঁদের অনেকে জিজ্ঞাসা করেন সংসদে অবস্থান কী।’ নিজের ব্যক্তিগত অবস্থান তুলে ধরে সুমন বলেন, তিনি সরকারের বিরোধিতা করবেন, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষ ও বঙ্গবন্ধুর ব্যাপারে স্বতন্ত্রদের অবস্থান হবে এক ও অভিন্ন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সদস্য হুছামুদ্দীন চৌধুরী শিক্ষাব্যবস্থা ও পাঠ্যক্রমের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘কারিকুলাম কিছুটা বিতর্কের জন্ম দিয়েছে। পাঠ্যবইয়ে ফিলিস্তিনের মানচিত্রের পরিবর্তে ইসরায়েলের মানচিত্র দেওয়া হয়েছে। ফিলিস্তিনকে মুছে দেওয়া হয়েছে। এটা দুঃখজনক।’

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়