হোম > জাতীয়

ফিলিস্তিন নিয়ে সংসদে আলোচনা আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনে শিশু, নারীসহ বেসামরিক মানুষ হতাহত হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের জাতীয় সংসদে এক দিন আলোচনা হবে বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সংসদের চলতি অধিবেশনের আগামী সপ্তাহে এ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

আজ সোমবার সন্ধ্যায় মাগরিবের বিরতির আগে অনির্ধারিত আলোচনায় বক্তব্য দিতে গিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী। এ সময় স্পিকার জানতে চান, তিনি কী বিষয়ে বক্তব্য রাখবেন। তখন মাইজভান্ডারী বলেন, তিনি ফিলিস্তিন নিয়ে বক্তব্য দেবেন।

এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, আজ এ বিষয়ে বলার প্রয়োজন নেই। কারণ, চলতি অধিবেশনে একটি দিন নির্ধারণ করা হবে; যেদিন এ বিষয়ে আলোচনা হবে।

গতকাল রোববার চলতি একাদশ সংসদের ২৫তম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য শোক জানায় সংসদ। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করেন।

সেদিন সংসদে স্পিকার বলেন, ‘গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য জায়গায় ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহত শিশু ও হতাহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ এবং আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা