‘পুলিশ একটা লাথি মারুক, একটা বাড়ি মারুক—আমরা এ ধরনের পুলিশ চাই না। আমরা চাই মানবিক পুলিশ।’ আজ রোববার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
দেশের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে পুলিশ প্রস্তুত আছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। যখন নির্বাচন হবে, তখন যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে।
ভারত থেকে পুশব্যাক নিয়ে এক প্রশ্নের জবাবের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতে যদি কোনো বাংলাদেশি থেকে থাকে, তাহলে তারা আমাদের কাছে হস্তান্তর করুক, আমরা তাদের গ্রহণ করতে রাজি আছি। কিন্তু নির্জনে রাস্তায় এভাবে ফেলে রাখা কোনো সভ্য কাজ হতে পারে না।’
বিষয়টি আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে জানানো হয়েছে বলে জানান উপদেষ্টা।
উপদেষ্টা আরও বলেন, ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল।