হোম > জাতীয়

করোনা মোকাবিলায় নির্দেশনা নিয়ে বিভ্রান্ত নির্দেশদাতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা মোকাবিলায় দেশে জনচলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধের পরিসর কখনো বাড়ছে, কখনো কমছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার ১৮ বছরের বেশি বয়সী কেউ টিকা না নিয়ে ঘরের বাইরে বের হতে পারবেন না বলে জানিয়েছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে সেই বক্তব্যের সঙ্গে একমত নয় স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা পরিস্থিতি মোকাবিলায় ঘোষিত স্বাস্থ্যবিধি নিয়ে এমন মতবিরোধ নীতিনির্ধারণী মহলে আগেও দেখা গেছে। 

আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান কর্তৃক পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্রুতই ১৮ বছরের ঊর্ধ্বে সব ব্যক্তিকে টিকার আওতায় নিয়ে আসা হবে। তবে টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না বলে বিভিন্ন সামাজিক মাধ্যমে যে সংবাদটি প্রচার হচ্ছে, তা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নয়। এ ধরনের কোনো সিদ্ধান্ত বা প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোথাও দেওয়া বা নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

অথচ গতকাল মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ১১ আগস্টের পর বিধিনিষেধ শিথিল থাকলেও ১৮ বছরের বেশি কেউ টিকা না নিয়ে রাস্তায় বের হতে পারবেন না। ১৮ বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি হেঁটে হোক অথবা যেকোনো বাহনেই হোক, বের হতে হলে (তাকে) অবশ্যই ভ্যাকসিনেটেড হতে হবে। না হলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

মন্ত্রীর এ বক্তব্যের সময় সেখানে স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিঞা ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত ছিলেন। কিন্তু সে সময় তাঁরা কোনো আপত্তি কিংবা সংশোধনী দেননি। 

ফলে খবরটি গণমাধ্যমের প্রকাশিত হওয়ার পাশাপাশি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে গতকাল রাত ১২টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্যটি সঠিক নয় বলে জানানো হয়। এর পর আজ আবারও মন্ত্রণালয় তাদের বক্তব্য পাঠাল। 

এদিকে নির্দেশদাতাদের বিভ্রান্তিমূলক তথ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। কেউ বলছেন, সমন্বয়হীনতা, কেউ–বা যার যে কাজ, সেটা না করলেই যত বিপত্তি বলে মন্তব্য করছেন। 

বিষয়টি নিয়ে কথা বলেছেন করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. ইকবাল আর্সলান। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আসলে যার যে কাজ তিনি সেটা করলেই সংকটটা তৈরি হয় না। কোনো তথ্য দেওয়ার আগে ভেবেচিন্তে দেওয়া উচিত। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশোধন করে দিলে এমনটা হতো না।’

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি