হোম > জাতীয়

আমাদের ইতিহাস সঠিকভাবে রক্ষিত নেই: উপদেষ্টা ফারুকী

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

মোস্তফা সরয়ার ফারুকী। ফাইল ছবি

জাতীয় জাদুঘরসহ অন্য জাদুঘরগুলো আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য জাতীয় জাদুঘর পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে স্থপতি মেরিনা তাবাসসুমকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বে জাতীয় জাদুঘরে সব ইতিহাস ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা বলেন, মেরিনা তাবাসসুমকে জাতীয় জাদুঘর পরিচালনা পর্ষদের সভাপতি নিয়োগ বুধবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি ওই পদে যোগ দিতে সম্মত হয়েছেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘জাদুঘরে আমাদের ইতিহাসটা সঠিকভাবে রক্ষিত নেই, কিছু ইতিহাস মাইনাস করা হয়েছে। এখন সব ইতিহাস সেখানে থাকবে। সেখানে অনেক বিখ্যাত সংগ্রহ নষ্ট হয়ে যাচ্ছে। যেমন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছবিগুলো সেখানে নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে এখন নজর দিতে হবে।’

ফারুকী জানান, জাতীয় জাদুঘরের পর্ষদ চলিত সপ্তাহের মধ্যেই পুনর্গঠন করা হবে। এরপর তিন মাস, ছয় মাস, বছরব্যাপী পরিকল্পনা নেওয়া হবে। জুলাই অভ্যুত্থানের স্মৃতিও সেখানে স্থান পাবে।

জাদুঘরের নতুন সভাপতি মেরিনা তাবাসসুম বলেন, যেকোনো জাতির জন্য জাদুঘর গুরুত্বপূর্ণ। সবগুলো মিউজিয়াম আগে ঘুরে দেখতে চাই। এই কালেকশনকে প্রতিনিয়ত আপডেট করতে হয়, সংগ্রহ নিয়ে রিসার্চ করতে হয়, আলোচনা করতে হয়। এত দিন সেগুলো করা হয়নি।

বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন

তিন শ্রেণির আদালত-ট্রাইব্যুনালকে বিশেষ আদালত ঘোষণা

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিওর যে ব্যাখ্যা দিলেন ইসি সচিব

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

‎বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আচরণবিধি লঙ্ঘন, মামুনুল হককে শোকজ

দুদকের জিজ্ঞাসাবাদের মুখে সংস্থার সাবেক কমিশনার জহুরুল