হোম > জাতীয়

রবীন্দ্র কাছারিবাড়ির সৌন্দর্য বিকৃত করলে ব্যবস্থা: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়ির সৌন্দর্য বিকৃত করলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। আজ বুধবার রায় প্রকাশের বিষয়টি জানান রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ। প্রকাশিত রায়ে তিনটি নির্দেশনা দিয়েছেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ। এর আগে গত বছরের ১৬ আগস্ট এসংক্রান্ত রুল নিষ্পত্তি করে রায় দেন আদালত। 

রায়ে রবীন্দ্র কাছারিবাড়ির ঐতিহাসিক গুরুত্ব ও সৌন্দর্য বিকৃত করে এমন কোনো স্থাপনা আছে কি না, তা তদন্ত করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়। রায়ে বলা হয়, রবীন্দ্র কাছারিবাড়ির ঐতিহাসিক গুরুত্ব ও সৌন্দর্য বিকৃত করে এমন কোনো স্থাপনা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। এ ছাড়া রবীন্দ্র কাছারিবাড়ির ঐতিহাসিক গুরুত্ব ও পবিত্রতা রক্ষার্থে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ডিজি নিকটস্থ জমি ও ভবনের ব্যাপারে যথাযথ ব্যবস্থা স্বাধীনভাবে গ্রহণ করতে পারবেন বলে রায়ে উল্লেখ করেন হাইকোর্ট। 

এর আগে রবীন্দ্র কাছারিবাড়ির প্রত্নতত্ত্বের পার্শ্ববর্তী এলাকায় পুরাকীর্তি সংরক্ষণ বিধি অমান্য করে ভবন নির্মাণসংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে ২০১৪ সালে হাইকোর্টে রিট আবেদন করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। ওই রিটের পরিপ্রেক্ষিতে একই বছরের ৫ আগস্ট হাইকোর্ট রুল জারি করে স্থিতাবস্থা জারি করেন। পরবর্তী সময়ে রুল নিষ্পত্তি করে রায় দেন আদালত।

‘অসত্য ও বিভ্রান্তিকর’ তথ্য পরিবেশন নিয়ে সতর্ক করলেন সুপ্রিম কোর্ট

অন্তর্বর্তী সরকারের মেয়াদে শাহজালালের থার্ড টার্মিনাল চালু হচ্ছে না: শেখ বশিরউদ্দীন

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রায় ৬ একর জমি ক্রোক, ৩টি গাড়ি জব্দের নির্দেশ

স্ত্রীসহ সাবেক এমপি নূর মোহাম্মদ ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সলিম উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ, কূটনীতি ও সংলাপে জোর

তারেক রহমানকে শোক বার্তা পাঠালেন প্রধান উপদেষ্টা

রোববার পর্যন্ত দেশজুড়ে গ্রেপ্তার ১৪৫৬৯: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাড়িতে ৩৭ লাখ টাকা, এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

হত্যা মামলায় দীপঙ্কর রিমান্ডে, কাজী জাফরউল্লাহ আরেক মামলায় গ্রেপ্তার

স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার ঘটনা ইসি সচিবের কানে আসেনি