হোম > জাতীয়

ইরানের সঙ্গে সম্পর্কে জোর বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

সুনির্দিষ্ট কোনো পক্ষ না নিলেও মধ্যপ্রাচ্যের সব দেশের সঙ্গেই সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। এ অঞ্চলের অন্যতম শক্তিধর রাষ্ট্র হওয়ায় ইরানের সঙ্গেও সুসম্পর্ক চাইছে সরকার। তাই দেশটির কোনো রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে এবারই প্রথম প্রতিনিধিদল পাঠানো হয়েছে। আজই ইরানের নতুন রাষ্ট্রপতি সাইয়্যেদ ইব্রাহিম রাইসি শপথ নেবেন।

শপথ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল ভোরেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের নেতৃত্বে প্রতিনিধিদলটি ইরানের উদ্দেশে যাত্রা করে। দেশটির নতুন সরকারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা পৌঁছে দেবেন তাঁরা। রাজধানী তেহরানে ইরানের পার্লামেন্টে রাইসির শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকারপ্রধানসহ অর্ধশতাধিক দেশের অতিথি স্বাস্থ্যবিধি মেনে অংশ নেবেন। কিছুটা তাড়াহুড়া করেই শেষ মুহূর্তে প্রতিনিধি পাঠিয়েছে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিদেশি গণমাধ্যমের বরাতে জানা গেছে, মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে দায়িত্ব পেয়েছেন নতুন রাষ্ট্রপতি রাইসি। এবার প্রথা অনুযায়ী জাতীয় সংসদে আনুষ্ঠানিক শপথ নেবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকেরা জানিয়েছেন, গত এক যুগে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে একাধিকবার চেষ্টা করা হয়েছে ইরানের দিক থেকে।

চট্টগ্রামে তেল শোধনাগার থেকে শুরু করে বিভিন্ন খাতে বিনিয়োগের প্রস্তাবও নিয়ে এসেছিল দেশটি। তবে ইরানের বিষয়ে বাংলাদেশ ধীরে চলো নীতি অবলম্বন করেছে। বর্তমানে বিভিন্ন ইস্যুতে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে পরিবর্তন আসতে যাচ্ছে। এই সুযোগে ইরানের সঙ্গে সম্পর্ককে কিছুটা এগিয়ে নিতে চাইছে সরকার।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির