নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) পদে নিয়োগের জন্য সার্চ কমিটির কাছে ৩২৯ নাম এসেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির বৈঠকের পর আজ শনিবার তিনি এই তথ্য জানান।
আনোয়ারুল ইসলাম বলেন, রাজনৈতিক দল থেকে ১৩৬ জন, পেশাজীবী সংগঠনের পক্ষে ৪০ জন, ব্যক্তিগত ৫৪ জন এবং ই-মেইলে ৯৯ জনসহ মোট ৩২৯ জনের নাম পাওয়া গেছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বিশিষ্টজনেরা যেসব সুপারিশ করেছেন, সেগুলোর বিষয়ে আগামীকাল রোববারের বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।’