হোম > জাতীয়

মুফতি আরিফুলসহ হেফাজতের চারজনের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হেফাজত ইসলামের কর্মী মাওলানা মুফতি আরিফুল ইসলামসহ চারজনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল বেঞ্চ এই জামিন দেন।

চট্টগ্রামের পটিয়া থানায় নাশকতার মামলায় মুফতি আরিফুলসহ তিনজনকে জামিন দেন আদালত। অপর দুই আসামি হলেন ইমতিয়াজ হোসেন ও মো. বেলাল উদ্দিন। অন্যদিকে পৃথক আদেশে বাগেরহাটের মোল্লারহাট থানায় দায়ের করা অপর একটি মামলায় হেফাজতের এক কর্মীকে জামিন দেন আদালত। 

আদালতে চট্টগ্রামের তিন আসামির পক্ষে জামিন শুনানিতে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল আলম চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

প্রসঙ্গত, গত ২৬ মার্চ বিকেলে চট্টগ্রামের পটিয়া থানায় হামলা চালায় হেফাজতের কর্মীরা। এ ঘটনায় ৩০ মার্চ পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন বাদী হয়ে হেফাজতের সাত শ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করেন। 

এ মামলায় গত ১০ এপ্রিল মাওলানা মুফতি আরিফুল ইসলাম, ইমতিয়াজ হোসেন ও মো. বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। 

এদিকে হাইকোর্টের একই বেঞ্চ বাগেরহাটের মোল্লারহাট উপজেলার আস্তাইল গ্রামের হেফাজত কর্মী মনির সরদারের জামিন মঞ্জুর করেন। মোল্লারহাট থানায় করা মামলায় ২২ এপ্রিল পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

বাংলাদেশ-ভারত সম্পর্ক: উত্তেজনা বাড়ছে দ্রুত

এই মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটেনি—জাতিসংঘ বিশেষজ্ঞের ক্ষোভ

ঢাকা বিভাগের নির্বাচন ও গণভোটের গান রিলিজ করল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব

টিএফআই সেলে গুম-নির্যাতনের শুনানিতে উত্তপ্ত বাক্যবিনিময়

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গেজেট

দীপু চন্দ্র দাসের পরিবারের দায়িত্ব নিল সরকার

বিমানবন্দর এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ

অগ্নিদুর্ঘটনায় দ্রুত সাড়া নিশ্চিতে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পররাষ্ট্রের ৩৮ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে নতুন কমিটি