হোম > জাতীয়

মুফতি আরিফুলসহ হেফাজতের চারজনের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হেফাজত ইসলামের কর্মী মাওলানা মুফতি আরিফুল ইসলামসহ চারজনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল বেঞ্চ এই জামিন দেন।

চট্টগ্রামের পটিয়া থানায় নাশকতার মামলায় মুফতি আরিফুলসহ তিনজনকে জামিন দেন আদালত। অপর দুই আসামি হলেন ইমতিয়াজ হোসেন ও মো. বেলাল উদ্দিন। অন্যদিকে পৃথক আদেশে বাগেরহাটের মোল্লারহাট থানায় দায়ের করা অপর একটি মামলায় হেফাজতের এক কর্মীকে জামিন দেন আদালত। 

আদালতে চট্টগ্রামের তিন আসামির পক্ষে জামিন শুনানিতে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল আলম চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

প্রসঙ্গত, গত ২৬ মার্চ বিকেলে চট্টগ্রামের পটিয়া থানায় হামলা চালায় হেফাজতের কর্মীরা। এ ঘটনায় ৩০ মার্চ পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন বাদী হয়ে হেফাজতের সাত শ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করেন। 

এ মামলায় গত ১০ এপ্রিল মাওলানা মুফতি আরিফুল ইসলাম, ইমতিয়াজ হোসেন ও মো. বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। 

এদিকে হাইকোর্টের একই বেঞ্চ বাগেরহাটের মোল্লারহাট উপজেলার আস্তাইল গ্রামের হেফাজত কর্মী মনির সরদারের জামিন মঞ্জুর করেন। মোল্লারহাট থানায় করা মামলায় ২২ এপ্রিল পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন