হোম > জাতীয়

শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ

ঢাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী এলাকা অবরোধ করেছেন। 

ফলে ওই অঞ্চলের সঙ্গে আশপাশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং যান চলাচল বন্ধ রয়েছে। 

আজ রোববার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে হল চত্বর হয়ে ভিসি চত্বর ও টিএসসি হয়ে শাহবাগ আসলে পুলিশের মুখোমুখি হন ঢাবি শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা পুলিশের বাধা অতিক্রম করে শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী পরীবাগ মোড়ে অবস্থান নেন। 

সরেজমিনে দেখা যায়, নারী শিক্ষার্থীরা ছাতা নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। সঙ্গে শুকনো জাতীয় খাবার ও পানিও রেখেছেন তারা। 

এ সময় শিক্ষার্থীরা—‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘শাহবাগ না হাইকোর্ট, শাহবাগ শাহবাগ’, ‘ব্লকেড ব্লকেড, সারা বাংলা ব্লকেড’ ইত্যাদি স্লোগান দেন। 

অবরোধকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলছে। বিপুল সংখ্যক নারী শিক্ষার্থীরাও আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের দাবি গণদাবিতে পরিণত হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।’

আরও পড়ুন–

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

গণমাধ্যমে আক্রমণ বর্বরতার বহিঃপ্রকাশ: নূরুল কবীর

গণমাধ্যম সম্মিলন শুরু