হোম > জাতীয়

শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ

ঢাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী এলাকা অবরোধ করেছেন। 

ফলে ওই অঞ্চলের সঙ্গে আশপাশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং যান চলাচল বন্ধ রয়েছে। 

আজ রোববার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে হল চত্বর হয়ে ভিসি চত্বর ও টিএসসি হয়ে শাহবাগ আসলে পুলিশের মুখোমুখি হন ঢাবি শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা পুলিশের বাধা অতিক্রম করে শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী পরীবাগ মোড়ে অবস্থান নেন। 

সরেজমিনে দেখা যায়, নারী শিক্ষার্থীরা ছাতা নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। সঙ্গে শুকনো জাতীয় খাবার ও পানিও রেখেছেন তারা। 

এ সময় শিক্ষার্থীরা—‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘শাহবাগ না হাইকোর্ট, শাহবাগ শাহবাগ’, ‘ব্লকেড ব্লকেড, সারা বাংলা ব্লকেড’ ইত্যাদি স্লোগান দেন। 

অবরোধকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলছে। বিপুল সংখ্যক নারী শিক্ষার্থীরাও আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের দাবি গণদাবিতে পরিণত হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।’

আরও পড়ুন–

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার