হোম > জাতীয়

মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য আদম তমিজীকে রিহ্যাবে পাঠিয়েছে ডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে পুলিশের তত্ত্বাবধানে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিবিপ্রধান হারুন অর রশীদ।

হারুন অর রশীদ বলেন, আদম তমিজী হকের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডিবি পুলিশের প্রধান বলেন, ‘তমিজী হকের নামে দক্ষিণখান থানায় একটি মামলা রয়েছে। এ ছাড়া রমনা থানায় একটি মামলায় তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা গতকাল তাঁকে গ্রেপ্তার করেছি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব অসংলগ্ন কথা বলেছেন, যে দেশে খেয়ে-পরে মানুষ হয়েছেন, যে দেশে তাঁর ইন্ডাস্ট্রি রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এসে সেই দেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলেছেন। তিনি একবার ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন তাঁকে উদ্ধারের জন্য। একবার আমেরিকান মেরিন সেনাকে আহ্বান জানিয়েছেন।’

হারুন অর রশীদ আরও বলেন, ‘তাঁর কথা শুনে মনে হয়েছে, তিনি মানসিকভাবে ইমব্যালেন্সড। আসলেই তিনি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার কি না, আমরা জানি না। তাঁর এমনিতে অনেক সমস্যা আছে। তিনি অনেকগুলো বিয়ে করেছেন। একবার এক বউকে ধরেন আরেক বউকে ছাড়েন, এমন পারিবারিক সমস্যা রয়েছে।’

সাংবাদিকদের তিনি বলেন, ‘তিনি যদি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকেন, সে কারণে আমরা তাঁকে ভালো একজন সাইকোলজিস্টের কাছে পাঠিয়েছি। সেখানে সাইকোলোজিস্ট ও মাদকাসক্তের চিকিৎসকেরা রয়েছেন। তাঁরা তাঁকে পরীক্ষা করছেন।’

ডিবিপ্রধান বলেন, ‘যদি তমিজী মেন্টালি ফিট হয়ে থাকেন, তাহলে আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করব। যে তিনি বিভিন্ন কার্যক্রম কেন করেছেন, বা তাঁর পেছনে কারা রয়েছেন। ইনটেনশনালি তিনি এসব করে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি ডাক্তাররা তাঁকে সাইকোলজিক্যালি ইমব্যালেন্সড বলেন, তাহলে কিছু করার নেই।’

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে

মনোনয়নপত্র নিলেন ৩১৪৪ জন, আগামীকালই দাখিলের শেষ সময়

আগামী মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের ‘অতিরঞ্জিত’ মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

মনোনয়নপত্রে সন্তানের আয়ের তথ্য দেওয়া ঐচ্ছিক—বিএনপির সঙ্গে বৈঠকের পর ইসির চিঠি