হোম > জাতীয়

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি বেচে স্থায়ী আমানতের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি অব্যবহৃত পড়ে আছে। এসব সম্পত্তি বিক্রি করে স্থায়ী আমানতের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ রোববার সংসদ ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। 

বৈঠকে সংসদীয় কমিটি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জমি সরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে বিশেষ অনুমতি নেওয়ার সুপারিশ করেছে। কমিটির সভাপতি শাজাহান খান আজকের পত্রিকাকে এ ব্যাপারে বলেন, কল্যাণ ট্রাস্টের অনেক সম্পত্তি পড়ে আছে। আমরা এগুলো বিক্রি করে স্থায়ী আমানতের সুপারিশ করেছি। ওই সম্পত্তি যাতে বেশি দামে বিক্রি করা যায় তার জন্য প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠিয়ে বিশেষ অনুমতি নেওয়ার পরামর্শ দিয়েছি। 

তিনি বলেন, শহরের প্রাণকেন্দ্রে যে জমিগুলো রয়েছে সেগুলো বড় কোনো ডেভেলপমেন্ট কোম্পানির কাছে বিক্রি করা যায় কি-না সেটা দেখতে বলেছি। 

বৈঠক সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কল্যাণ ট্রাস্টের অপ্রয়োজনীয় সম্পত্তি অর্থ মন্ত্রণালয়ের কাছে বিক্রয়ের লক্ষ্যে যৌক্তিক মূল্যের বিবরণীসহ প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানোর সুপারিশ করা হয়েছে। 

বৈঠকে চট্টগ্রামে কল্যাণ ট্রাস্টের সম্পত্তি সরেজমিনে পরিদর্শন ও কমিটি বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়। চলতি মাসের শেষ দিকে পরিদর্শনে যাওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। 

কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, কাজী ফিরোজ রশীদ এবং মোছলেম উদ্দিন আহমদ অংশ বৈঠকে অংশ নেন। 

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি