হোম > জাতীয়

এক সপ্তাহে ১ কোটির বেশি মানুষকে টিকা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী এক সপ্তাহের মধ্যে সারা দেশে এক কোটি মানুষকে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন, গ্রাম এবং ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র করে এই টিকা দেওয়া হবে। 

দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন বৈঠকের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। 

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী এক সপ্তাহের মধ্যে এক কোটির বেশি লোককে টিকার আওতায় আনবে। অত্যন্ত ভালো খবর হচ্ছে, প্রত্যেক গ্রাম, ইউনিয়ন, সিটি করপোরেশন, পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে কেন্দ্র করে টিকা দেওয়া হবে। সারা দেশে সপ্তাহব্যাপী ১৪ হাজার কেন্দ্রে এক যোগে টিকা দেওয়া হবে। এতে অগ্রাধিবার পাবেন বয়স্ক লোকেরা। কারণ আমরা দেখেছি বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন ও মারা যাচ্ছেন। 

এ সময় দোকানদার, কর্মচারী, পরিবহন শ্রমিকদের স্ব স্ব ওয়ার্ড থেকে টিকা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী আকম মোজাম্মেল হক। 

মন্ত্রী বলেন, টিকা নেওয়া ছাড়া কেউ কর্মস্থলে যেতে পারবেন না। আর কেউ টিকা নিয়েছেন কি–না সেটি যাচাই করার ব্যবস্থা রয়েছে। এই তথ্য সরকারি ডাটাবেসে থাকবে। খুব সহজেই যাচাই করা যাবে। 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, টিকা না নিয়ে কেউ কর্মস্থলে আসতে পারবেন না। আমরা চিন্তা করেছি, আগামী ১১ তারিখ থেকে সবকিছু খোলা হবে। কিন্তু টিকা ছাড়া কেউ কর্মস্থলে আসতে পারবেন না। মানুষ টিকা নিয়ে যাতে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারে সে জন্য টিকা পাওয়া নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১০ তারিখের মধ্যে এটি নিশ্চিত করা হবে। যাতে ১১ তারিখ থেকে ব্যবসাপ্রতিষ্ঠান ও গণপরিবহন চালু করা যায়।

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলায় শনাক্ত ৩১

হাত ধোয়ার ব্যবস্থা নেই ৪৮ শতাংশ বিদ্যালয়ে

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল