হোম > জাতীয়

বাসভাড়া বাড়াতে বিআরটিএকে চিঠি দিয়েছে মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাসের ভাড়া পুনর্নির্ধারণ করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএকে চিঠি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। চিঠি দেওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দূরপাল্লার রুটে বিগত আট বছর যাবৎ বাসভাড়া বৃদ্ধি করা হয়নি। অথচ এই সময়ে গাড়ির চেসিজের মূল্য, টায়ার-টিউব, খুচরা যন্ত্রাংশসহ সব ধরনের কর ও ফি বৃদ্ধি করা হয়েছে। এতে গাড়ি পরিচালনায় অধিক হারে ব্যয় বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া করোনার সময় পরিবহন মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেনন। ইতিমধ্যে অনেক মালিক দেউলিয়া হয়ে পড়েছেন। 

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বাসভাড়া বৃদ্ধির জন্য মালিক সমিতি বরাবর আবেদন করেছে। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি সরকার। এর মধ্যে ৩ নভেম্বর রাতে জ্বালানি মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিয়ে অস্বাভাবিকভাবে ডিজেলের ১৫ টাকা মূল্য বৃদ্ধি করেছে। 

এমন অবস্থায়  মালিক সমিতি বলছে, ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় মালিকদের মুনাফা পাওয়া তো দূরের কথা, তেলের মূল্য পরিশোধ করতে হিমশিম খেতে হবে। এমন অবস্থায় সারা দেশের মালিকদের অভিমত, অনতিবিলম্বে বাস ভাড়া বৃদ্ধি করা না হলে গাড়ি পরিচালনা করা কোনোভাবেই সম্ভব হবে না। 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী  আজকের পত্রিকাকে বলেন, ভাড়ার বিষয়ে মালিক সমিতির সঙ্গে রবিবার একটি মিটিং হতে পারে। 

পাকিস্তান সফরে বিমানবাহিনীর প্রধান, আলোচনায় জেএফ-১৭ যুদ্ধবিমান ক্রয়

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে ভিসা বন্ড, নতুন মার্কিন নিয়ম

ভোটের গাড়ি শুধু শহরে, গ্রামের মানুষ জানে না

দ্বিতীয় দিনে ইসিতে ১২২টি আপিল আবেদন

নির্বাচনে এআইয়ের অপব্যবহার নিয়ে শঙ্কা, ঠেকাতে উদ্যোগ নেই সরকারের: দেবপ্রিয় ভট্টাচার্য

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১২ জানুয়ারি

নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিল ইসি

প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গভীর সমুদ্রে ভোগাচ্ছে জেলিফিশ, সমস্যা চিহ্নিত করায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সরকার