হোম > জাতীয়

বাসভাড়া বাড়াতে বিআরটিএকে চিঠি দিয়েছে মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাসের ভাড়া পুনর্নির্ধারণ করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএকে চিঠি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। চিঠি দেওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দূরপাল্লার রুটে বিগত আট বছর যাবৎ বাসভাড়া বৃদ্ধি করা হয়নি। অথচ এই সময়ে গাড়ির চেসিজের মূল্য, টায়ার-টিউব, খুচরা যন্ত্রাংশসহ সব ধরনের কর ও ফি বৃদ্ধি করা হয়েছে। এতে গাড়ি পরিচালনায় অধিক হারে ব্যয় বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া করোনার সময় পরিবহন মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেনন। ইতিমধ্যে অনেক মালিক দেউলিয়া হয়ে পড়েছেন। 

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বাসভাড়া বৃদ্ধির জন্য মালিক সমিতি বরাবর আবেদন করেছে। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি সরকার। এর মধ্যে ৩ নভেম্বর রাতে জ্বালানি মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিয়ে অস্বাভাবিকভাবে ডিজেলের ১৫ টাকা মূল্য বৃদ্ধি করেছে। 

এমন অবস্থায়  মালিক সমিতি বলছে, ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় মালিকদের মুনাফা পাওয়া তো দূরের কথা, তেলের মূল্য পরিশোধ করতে হিমশিম খেতে হবে। এমন অবস্থায় সারা দেশের মালিকদের অভিমত, অনতিবিলম্বে বাস ভাড়া বৃদ্ধি করা না হলে গাড়ি পরিচালনা করা কোনোভাবেই সম্ভব হবে না। 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী  আজকের পত্রিকাকে বলেন, ভাড়ার বিষয়ে মালিক সমিতির সঙ্গে রবিবার একটি মিটিং হতে পারে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব