হোম > জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে আজরা জেয়ার সাক্ষাতে নির্বাচন নিয়ে আলোচনা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু উপায়ে সম্পন্ন করার ওপর ফের জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপকালে এই মনোভাবের কথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া।

পরে আজরা জেয়া এক্স-পোস্টে (সাবেক টুইটার) জানান, তাঁরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব এবং দুই দেশের অংশীদারত্বের বিষয়ে আলাপ করেছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শীর্ষ ব্যক্তি কাউন্সিলর ডেরেক শোল পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে এবং আজরা জেয়া পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে নিউইয়র্কে সোমবার বৈঠক করেন। বৈঠকে তাঁরা বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন ও মত প্রকাশের স্বাধীনতার ওপর জোর দেন।

ঢাকায় মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র সারা বিশ্বে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ও গণতন্ত্রের উন্নয়নের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বন্ধু হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে শেখ হাসিনার অঙ্গীকারকে সমর্থনকে করে।

গত জুলাইয়ে ঢাকা সফরে আজরা জেয়া সংঘাত পরিহার করে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানান।

বৈঠকে মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের প্রায় ১০ লাখ মানুষকে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতার জন্য আজরা জেয়া প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন