হোম > জাতীয়

ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ আরও দুজনের মৃত্যু হয়েছে। এতে চলিত বছরে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ডেঙ্গুবিষয়ক হালনাগাদকৃত তথ্যে বিষয়টি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

সরকারের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৯০ জন ভর্তি হয়েছে। এ নিয়ে বছরজুড়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৮৯৫। আর মোট মৃত্যু হয়েছে ২০১ জনের। মৃত ব্যক্তিদের মধ্যে ১০১ জন পুরুষ এবং ১০০ জন নারী। 

সর্বশেষ মারা যাওয়া দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাঁদের একজন ঢাকা দক্ষিণ ও অন্যজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। 

বর্তমানে রাজধানীর ১৮টি সরকারি ও ৫৯ বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ৭৩৩ জন রোগী। আর রাজধানীর বাইরে সারা দেশে ভর্তি রয়েছে ১ হাজার ৭৮৯ জন। বছরজুড়ে মৃত ব্যক্তিদের মধ্যে ১৩৮ জন রাজধানীতে এবং ৬৩ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন ছিল। 

সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। ১০৭ জনেরই মৃত্যু হয়েছে এই অঞ্চলে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চে ৩১১ জনের বিপরীতে ৫ জনের মৃত্যু হয়েছে। এপ্রিলে ৫০৪ জন ভর্তি হয়েছে। আর মারা গেছে দুজন। মে মাসে ৬৪৪ জনের বিপরীতে ১২ জন, জুনে ৭৯৮ জনের বিপরীতে ৮, জুলাইতে ২ হাজার ৬৬৯ জনের বিপরীতে ১২, আগস্টে ৬ হাজার ৫২১ জনের বিপরীতে ২৭ জন এবং গত মাসে ১৮ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ওই মাসে ৮০ জনের মৃত্যু হয়। চলতি মাসে এ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ৯৫৭ এবং মারা গেছেন ৩৮ জন। 

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন