হোম > জাতীয়

সোমবার থেকে গণপরিবহন, শপিং মল বন্ধের প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার নিয়ন্ত্রণে আগামী সোমবার সকাল থেকে বৃহস্পতিবার (১ জুলাই) ভোর পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত চলাচলে এই বিধিনিষেধ থাকবে। 

আজ রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে। 

শপিং মল, মার্কেট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রি (অনলাইন/টেকওয়ে) করতে পারবে। কেউ বসে খেতে পারবেন না। 

সরকারি-বেসরকারি সব অফিস ও প্রতিষ্ঠানকে শুধু প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করে নিজ ব্যবস্থাপনায় লোকজন আনা-নেওয়া করতে হবে। 

জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার প্রচারণা চালাতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্যও প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে। 

এদিকে আগামী ১ জুলাই থেকে সাত দিন সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হলেও সে বিষয়ে এখনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। সর্বাত্মক লকডাউন কার্যকর করতে সেনাবাহিনী ও বিজিবি সক্রিয় থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সংক্রমণ বাড়তে শুরু করায় ৫ এপ্রিল লকডাউন শুরু করে সরকার। ধাপে ধাপে এর মেয়াদ বাড়িয়ে বিধিনিষেধগুলো পর্যায়ক্রমে শিথিল করা হয়। 

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর