হোম > জাতীয়

টিকিট কালোবাজারি-যাত্রী হয়রানির অভিযোগে কমলাপুরসহ ৮ রেলস্টেশনে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

আসন্ন ঈদ উপলক্ষে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, আর্থিক অনিয়ম, যাত্রী হয়রানিসহ বিভিন্ন অভিযোগে ঢাকার কমলাপুরসহ আটটি বড় রেলস্টেশনে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে একযোগে এসব স্টেশনে অভিযান শুরু করে দুদকের এনফোর্সমেন্ট টিম। কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আজকের পত্রিকাকে অভিযানের বিষয়টি জানান।

যেসব স্টেশনে দুদক অভিযান পরিচালনা করছে সেগুলো হলো—কমলাপুর রেলস্টেশনের প্রধান কার্যালয়, চট্টগ্রাম রেলস্টেশন, রংপুর রেলস্টেশন, রাজশাহী রেল স্টেশন, ময়মনসিংহ রেল স্টেশন, জামালপুর রেল স্টেশন, সিলেট রেলস্টেশন ও দিনাজপুর রেলস্টেশন।

আকতারুল ইসলাম বলেন, সম্প্রতি রেলের টিকিট কালোবাজারি নিয়ে দুদকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন জেলায় দুদকের সমন্বিত কার্যালয়ে এ-সংক্রান্ত অনেকগুলো অভিযোগ এসেছে। এসব অভিযোগের ভিত্তিতে দুদকের বিভিন্ন কার্যালয় থেকে পৃথক আটটি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় কমিশন। তার ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, কমিশন টিকিট কালোবাজারির বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। ঈদের আগে ও পরে দুদক এই ধরনের অভিযান অব্যাহত রাখবে। এর সঙ্গে কারও সম্পৃক্ততা পেলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি