হোম > জাতীয়

টিকিট কালোবাজারি-যাত্রী হয়রানির অভিযোগে কমলাপুরসহ ৮ রেলস্টেশনে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

আসন্ন ঈদ উপলক্ষে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, আর্থিক অনিয়ম, যাত্রী হয়রানিসহ বিভিন্ন অভিযোগে ঢাকার কমলাপুরসহ আটটি বড় রেলস্টেশনে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে একযোগে এসব স্টেশনে অভিযান শুরু করে দুদকের এনফোর্সমেন্ট টিম। কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আজকের পত্রিকাকে অভিযানের বিষয়টি জানান।

যেসব স্টেশনে দুদক অভিযান পরিচালনা করছে সেগুলো হলো—কমলাপুর রেলস্টেশনের প্রধান কার্যালয়, চট্টগ্রাম রেলস্টেশন, রংপুর রেলস্টেশন, রাজশাহী রেল স্টেশন, ময়মনসিংহ রেল স্টেশন, জামালপুর রেল স্টেশন, সিলেট রেলস্টেশন ও দিনাজপুর রেলস্টেশন।

আকতারুল ইসলাম বলেন, সম্প্রতি রেলের টিকিট কালোবাজারি নিয়ে দুদকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন জেলায় দুদকের সমন্বিত কার্যালয়ে এ-সংক্রান্ত অনেকগুলো অভিযোগ এসেছে। এসব অভিযোগের ভিত্তিতে দুদকের বিভিন্ন কার্যালয় থেকে পৃথক আটটি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় কমিশন। তার ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, কমিশন টিকিট কালোবাজারির বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। ঈদের আগে ও পরে দুদক এই ধরনের অভিযান অব্যাহত রাখবে। এর সঙ্গে কারও সম্পৃক্ততা পেলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী

ঢাকায় পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

আমি লজ্জিত, নিজেকে মাটিতে পুঁতে দিতে ইচ্ছে করছে—ফেসবুকে প্রেস সচিব

সহিংসতার ধারাবাহিকতায় নাগরিক অধিকার ও নিরাপত্তা চরম ঝুঁকিতে: আসক

হাদির জানাজা আগামীকাল জোহর নামাজের পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে

হাদির মৃত্যুতে শোকাহত ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস

হাদির মৃত্যুতে ব্রিটিশ হাইকমিশনের শোক