হোম > জাতীয়

চামড়া পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সীমান্তপথে কুরবানির পশুর চামড়া পাচারের আশঙ্কায় কড়া অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: সংগৃহীত

কোরবানির ঈদ উপলক্ষে সীমান্তপথে কোরবানির পশুর চামড়া পাচারের আশঙ্কায় কড়া অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা বিধান, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে চামড়া পাচার প্রতিরোধে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিনসহ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে চোরাচালান প্রতিরোধে কাজ করছেন।

চামড়া পাচারের পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ রোধেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এই বাহিনী। সংশ্লিষ্ট সব ব্যাটালিয়নে আলাদা করে চোরাচালান ও পাচারবিরোধী বিশেষ দল মোতায়েন করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, প্রতিবছর কোরবানির ঈদ ঘিরে চামড়া পাচারকারীরা সীমান্ত ব্যবহার করে চামড়া বিদেশে পাচারের চেষ্টা করে। এ ধরনের যেকোনো অপচেষ্টা রুখতে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।

একাধিক সীমান্তে বিজিবির অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে এবং স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চামড়া ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বিজিবির পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে, সীমান্তে চামড়া পাচার কিংবা আইন লঙ্ঘনের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

আজ পবিত্র শবে মেরাজ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওয়াশিংটন সফর: শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক

তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন: পরিকল্পনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছিল ইসি

শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে ১১৬ কোটি টাকা বিতরণ

প্রার্থিতা ফেরত পেলেন আরও ৬০ জন

নিজস্ব প্রযুক্তিতে তিনটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক বানাবে নৌবাহিনী

এবার দুর্নীতি মামলায় রিমান্ডে সেই আবেদ আলী

জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ অনুমোদন

সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুদক