হোম > জাতীয়

মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোবাইল ফোনের নেটওয়ার্ক নিশ্চিত করতে অপারেটরগুলোকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে অপারেটরের বিষয়ে অভিযোগ নিষ্পত্তিতে বিটিআরসির অভিযোগ সেলের কার্যক্রম তদারকি করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন আদালত।

কমিটিতে থাকবেন তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং মোবাইল অপারেটরদের সংগঠন–অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব) ’র একজন প্রতিনিধি। আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এই সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ রুলসহ আদেশ দেন। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় দেওয়া বিজ্ঞাপন অনুযায়ী স্বচ্ছ ভয়েস কল, দ্রুত গতির ইন্টারনেট ও স্থিতিশীল মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট।

এ ছাড়া গ্রাহকের কেনা মোবাইল ইন্টারনেট ডেটার পরিপূর্ণ ব্যবহার নিশ্চিতে প্যাকেজের মেয়াদ বাতিল করতে কেন নির্দেশ দেওয়া হবে না, কেনা ডেটা শেষ হওয়ার আগপর্যন্ত গ্রাহকদের তা ব্যবহারের অনুমতি দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, গ্রামীণফোনের প্রধান নির্বাহী, রবির প্রধান নির্বাহী, বাংলালিংকের প্রধান নির্বাহী এবং টেলিটকের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সাতজনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আইনজীবী সাইফুর রহমান রাহি ওই রিট আবেদনটি দায়ের করেন। রোববার আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাসুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু