৭২ ঘণ্টা পর পুলিশ যেন কোনো ধর্ষণ মামলার এজাহার না নেয়—এমন পর্যবেক্ষণ দেওয়া সেই বিচারকের বিচারিক ক্ষমতা সাময়িক সময়ের জন্য কেড়ে নেওয়া হয়েছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারকে আজ রোববার থেকে আদালতে না বসার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
আজ রোববার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে প্রধান বিচারপতি এ নির্দেশ দেন। ওই বিচারককে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে সুপ্রিম কোর্ট থেকে মন্ত্রণালয়ে চিঠিও পাঠানো হয়েছে।
এর আগে রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ে এমন পর্যবেক্ষণ দেন ওই বিচারক। রায়ের পর থেকেই সমালোচনার ঝড় ওঠে গোটা দেশে।
গতকাল শনিবার আইনমন্ত্রী জানান, তাঁর পর্যবেক্ষণ অসাংবিধানিক। ওই বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হবে। গতকাল বিকেলে মন্ত্রীর বক্তব্যের পর আজ সকালেই ব্যবস্থা নিলেন সুপ্রিম কোর্ট।