হোম > জাতীয়

বিদ্যুৎ খাত নিয়ে বিরূপ মূল্যায়ন: এবার অতিরিক্ত সচিব হামিদুল হককে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অসদাচরণের অভিযোগে এবার সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সাবেক প্রধান (অতিরিক্ত সচিব) এস এম হামিদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)। 

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। 

এর আগে আইএমইডির সদ্য সাবেক পরিচালক (উপসচিব) মোহাম্মদ মাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

কয়েক দিন আগে আইএমইডির পক্ষ থেকে বিদ্যুৎ খাতভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতিবিষয়ক গবেষণা প্রতিবেদন তৈরি করেন মাহিদুর রহমান। অতিরিক্ত সচিব এস এম হামিদুল হক প্রতিবেদনটির উপদেষ্টা ছিলেন। 

বিদ্যুৎ খাত-সংক্রান্ত মূল্যায়ন প্রতিবেদনে বিদ্যুৎ খাতের উন্নয়নকে ‘লুটেরা মডেল’ অভিহিত করে খাতটি ভারত ও চীনের ব্যবসায়ীদের জন্য অবাধ ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে এ খাতের বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় বর্ধনকারী উদ্যোগের সমালোচনাও রয়েছে এতে।

এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে আইএমইডি প্রতিবাদপত্রে জানায়, প্রতিবেদনে আইএমইডির নামে প্রকাশিত বক্তব্যগুলো প্রকৃতপক্ষে তাঁদের নয়। বক্তব্যগুলো একটি ইংরেজি দৈনিকের বাংলা অনলাইন সংস্করণে প্রকাশিত একজন কলাম লেখকের মতামত।

কীভাবে একটি পত্রিকায় প্রকাশিত নিবন্ধের মতামত আইএমইডির গবেষণা প্রতিবেদনের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ওয়েবসাইটে দেওয়া হয়েছে, তা খুঁজে বের করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছিল প্রতিবাদপত্রে।

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শকনিয়োগের প্রক্রিয়া শুরু

জাতীয় সংসদ নির্বাচন: ৭৬% প্রার্থী উচ্চশিক্ষিত

বাংলাদেশ শিল্পকলা একাডেমি অধ্যাদেশ অনুমোদন, বিভাগ বেড়ে ৯টি

অন্তর্বর্তী সরকারের ক্ষুদ্রঋণ ব্যাংক বিশ্বে দৃষ্টান্ত সৃষ্টি করবে: সিডিএফ

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জকসুর ছাত্রদল-সমর্থিত প্যানেলের নবনির্বাচিতরা

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের অভিযোগ, বিভিন্ন জেলায় শতাধিক আটক

পীর আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে, মাজারে হামলা নিন্দনীয়: শফিকুল আলম

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

সংসদ নির্বাচন: উদ্বেগ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫ অস্ত্র