হোম > জাতীয়

আদালত অবমাননা: হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন আলাল 

নিজস্ব প্রতিবেদক

বিচার বিভাগ সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগের বিষয়ে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। 

আজ মঙ্গলবার বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চে হাজির হয়ে তিনি আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন।

ভবিষ্যতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন বলেও আবেদনে উল্লেখ করেন আলাল। পরে এ বিষয়ে আগামী সপ্তাহে আদেশ দেবেন জানিয়ে তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন আদালত।

মোয়াজ্জেম হোসেন আলালের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। 
তিনি বলেন, আলাল নিজেও এই বারের সদস্য। তিনি ক্ষমা চেয়েছেন। হাইকোর্ট তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে আলালের প্রচারিত বক্তব্যের ভিডিও গত ২৫ এপ্রিল প্রধান বিচারপতির নজরে আসে। পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বিষয়টি বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চে শুনানির জন্য পাঠান। গত ২৯ এপ্রিল হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আলালকে তলব করেন এবং আদালত অবমাননার রুল জারি করেন।

প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৮ জন

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ পেল ৯৪৭ প্রতিষ্ঠান

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল

যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর

বাংলাদেশকে বদলাতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দাঁড়াবেন: আদিলুর রহমান খান

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হবে: শফিকুল আলম

আজ পবিত্র শবে মেরাজ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওয়াশিংটন সফর: শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক

তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন: পরিকল্পনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছিল ইসি