হোম > জাতীয়

আদালত অবমাননা: হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন আলাল 

নিজস্ব প্রতিবেদক

বিচার বিভাগ সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগের বিষয়ে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। 

আজ মঙ্গলবার বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চে হাজির হয়ে তিনি আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন।

ভবিষ্যতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন বলেও আবেদনে উল্লেখ করেন আলাল। পরে এ বিষয়ে আগামী সপ্তাহে আদেশ দেবেন জানিয়ে তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন আদালত।

মোয়াজ্জেম হোসেন আলালের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। 
তিনি বলেন, আলাল নিজেও এই বারের সদস্য। তিনি ক্ষমা চেয়েছেন। হাইকোর্ট তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে আলালের প্রচারিত বক্তব্যের ভিডিও গত ২৫ এপ্রিল প্রধান বিচারপতির নজরে আসে। পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বিষয়টি বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চে শুনানির জন্য পাঠান। গত ২৯ এপ্রিল হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আলালকে তলব করেন এবং আদালত অবমাননার রুল জারি করেন।

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান