হোম > জাতীয়

এনায়েত উল্ল্যাহর পরিবারের ১৯০টি গাড়ি জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এনায়েত উল্লাহ ও তাঁর পরিবারের মালিকানাধীন ১৯০টি গাড়ি জব্দ করবে দুদক। ছবি: সংগৃহীত

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক নেতা এনায়েত উল্ল্যাহর পরিবারের ১৯০টি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

এসব গাড়ি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহ, তাঁর স্ত্রী নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয় ও মেয়ে চামশে জাহান নিশির মালিকানাধীন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ এই নির্দেশ দেন। দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান গাড়িগুলো জব্দের নির্দেশ চেয়ে আবেদন করেন।

গাড়িগুলো এনায়েত উল্ল্যাহর পরিবারের সদস্যদের নামে বিআরটিএতে রেজিস্ট্রেশনভুক্ত। পরিবারের সদস্যদের নাম ছাড়াও এনআর ট্রান্সপোর্ট ও স্টারলাইন স্পেশাল লিমিটেডের নামেও রেজিস্ট্রেশনভুক্ত এসব গাড়ি।

দুদকের আবেদনে বলা হয়েছে, এনায়েত উল্ল্যাহ দেশের বিভিন্ন রুটে চলাচলকারী গাড়ি থেকে দৈনিক ১ কোটি ৬৫ লাখ টাকা চাঁদা তুলতেন বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগ অনুসন্ধানের জন্য দুদক কমিটি গঠন করেছে। অনুসন্ধানকালে জানা গেছে, অভিযুক্তরা যেকোনো সময় গাড়িগুলো বিক্রয়, হস্তান্তর ও অন্যত্র স্থানান্তর করতে পারেন। এই অবস্থায় গাড়িগুলো জব্দ না করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, এনায়েত উল্ল্যাহ, তাঁর পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনভুক্ত আরও গাড়ির সন্ধান পাওয়া গেলে ভবিষ্যতে সেগুলো জব্দের আবেদন করা হবে।

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

ভারতের বিবৃতি প্রত্যাখ্যান, সুরক্ষিত এলাকায় বিক্ষোভকারীরা কীভাবে প্রবেশ করল—প্রশ্ন ঢাকার