হোম > জাতীয়

ভোটাধিকার হরণের মামলা

বাদ পড়েছিল সাবেক ইসি রাশেদার নাম, যুক্ত করতে বিএনপির আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক ইসি রাশেদা সুলতানা। ছবি: সংগৃহীত

সাবেক নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানার নামেও মামলা দিল বিএনপি। আজ মঙ্গলবার (২৪ জুন) শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য (মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষক সমন্বয়ক) মো. সালাহ উদ্দিন খান।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে মামলায় নাম অন্তর্ভুক্তির আবেদনে মো. সালাহ উদ্দিন খান উল্লেখ করেন, ‘২২ জুন একটি অভিযোগ করি। মামলা নম্বর ১১। অভিযোগে ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে ডামি নির্বাচন করে একইভাবে সাবেক নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা একই অপরাধ করেছেন।’

তিনি বলেন, ‘২২ তারিখের অভিযোগে বেগম রাশেদা সুলতানাকে এজাহারে অভিযুক্ত করা হয়েছিল। কিন্তু ভুলবশত কম্পিউটার টাইপ করার সময় তাঁর নামটি ছাড়া পড়েছিল। ফলে তাঁর নামটি শেরেবাংলা নগর থানার ২২ জুনের মামলা নম্বর ১১-এর মামলায় অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করা হলো।’ বেগম রাশেদা সুলতানাকে ২৫ নম্বর আসামি হিসেবে এজাহারভুক্ত করে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করার জন্য অনুরোধ করা হয় আবেদনে।

এর আগে গত রোববার (২২ জুন) বিতর্কিত তিনটি (দশম, একাদশ ও দ্বাদশ) জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ১০ জন নির্বাচন কমিশনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্তত ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি।

মামলায় আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত এই তিন সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। তারা সংবিধানিক দায়িত্ব পালন না করে উল্টো ভয়ভীতি দেখিয়ে জনগণের ভোট ছাড়াই নির্বাচন করে ফৌজদারি অপরাধ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান (মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক) মামলাটি করেন।

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর