হোম > জাতীয়

ভোটাধিকার হরণের মামলা

বাদ পড়েছিল সাবেক ইসি রাশেদার নাম, যুক্ত করতে বিএনপির আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক ইসি রাশেদা সুলতানা। ছবি: সংগৃহীত

সাবেক নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানার নামেও মামলা দিল বিএনপি। আজ মঙ্গলবার (২৪ জুন) শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য (মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষক সমন্বয়ক) মো. সালাহ উদ্দিন খান।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে মামলায় নাম অন্তর্ভুক্তির আবেদনে মো. সালাহ উদ্দিন খান উল্লেখ করেন, ‘২২ জুন একটি অভিযোগ করি। মামলা নম্বর ১১। অভিযোগে ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে ডামি নির্বাচন করে একইভাবে সাবেক নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা একই অপরাধ করেছেন।’

তিনি বলেন, ‘২২ তারিখের অভিযোগে বেগম রাশেদা সুলতানাকে এজাহারে অভিযুক্ত করা হয়েছিল। কিন্তু ভুলবশত কম্পিউটার টাইপ করার সময় তাঁর নামটি ছাড়া পড়েছিল। ফলে তাঁর নামটি শেরেবাংলা নগর থানার ২২ জুনের মামলা নম্বর ১১-এর মামলায় অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করা হলো।’ বেগম রাশেদা সুলতানাকে ২৫ নম্বর আসামি হিসেবে এজাহারভুক্ত করে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করার জন্য অনুরোধ করা হয় আবেদনে।

এর আগে গত রোববার (২২ জুন) বিতর্কিত তিনটি (দশম, একাদশ ও দ্বাদশ) জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ১০ জন নির্বাচন কমিশনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্তত ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি।

মামলায় আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত এই তিন সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। তারা সংবিধানিক দায়িত্ব পালন না করে উল্টো ভয়ভীতি দেখিয়ে জনগণের ভোট ছাড়াই নির্বাচন করে ফৌজদারি অপরাধ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান (মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক) মামলাটি করেন।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন