হোম > জাতীয়

জুলাই হত্যাকাণ্ডের বিচার আইসিসিতে করার আহ্বান অ্যামনেস্টির

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে গণআন্দোলনের সময়কার সহিংস দমন অভিযানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার অভিযোগে নতুন অডিওপ্রমাণ সামনে এনেছে বিবিসি। এতে বলা হয়েছে, শেখ হাসিনা নিজেই আন্দোলনকারীদের দমন করার জন্য সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন। নতুন এই তথ্য প্রকাশের পর সরব হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আজ মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, গণআন্দোলনের সময় যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ঘটেছে, তার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। যারা গুলি চালিয়েছে শুধু নয়, যারা এই সহিংসতার নির্দেশ দিয়েছে, তাদেরও জবাবদিহির মুখোমুখি করতে হবে।

তারা আরও বলেছে, প্রতিটি অভিযোগ নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের আওতায় আনা উচিত এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে বিচার করতে হবে। তবে মৃত্যুদণ্ড না দেওয়ার ব্যাপারেও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে দাবি করা হয় যে গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে প্রায় ১,৪০০ মানুষ নিহত হন। প্রতিবেদনে বলা হয়, নিহতদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান। ব্যবহৃত হয় সামরিক রাইফেল ও ধাতব প্যালেট ভর্তি শটগান।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, হাজার হাজার মানুষ গুরুতর আহত হন, যাদের অনেকের জীবন আজীবনের জন্য বদলে গেছে।

জাতিসংঘের প্রতিবেদনের সুপারিশ অনুসরণ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত সহিংসতা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আওতায় আনার আহ্বান জানিয়েছে। তারা বলছে, রোম সংবিধির ১৪ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নিজেই এই পরিস্থিতিকে আইসিসির কাছে নিতে পারে।

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম