হোম > জাতীয়

সুদান থেকে জেদ্দা যাচ্ছে ৫৫২ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান থেকে বাংলাদেশের ৫৫২ নাগরিক সৌদি আরবে যাচ্ছে। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার চারটি ফ্লাইটে জেদ্দায় পৌঁছাবে তারা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ সরকারের ভাড়া করা চারটি ফ্লাইটে সুদানের পোর্ট সুদান থেকে তাদের জেদ্দায় নেওয়া হবে। এর মধ্যে তিনটি ফ্লাইট আজ রওনা হবে। আগামীকাল যাবে আরেকটি ফ্লাইটে। জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে যত তাড়াতাড়ি সম্ভব ৫৫২ জনকেই ঢাকায় নিয়ে আসা হবে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান।

এর আগে সুদানের রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে সরিয়ে নেওয়া প্রায় ৭০০ বাংলাদেশির মধ্যে অন্তত ১৩৫ জনকে গত রোববার (৭ মে) সৌদি আরবের জেদ্দায় নেওয়া হয়। এর পরদিন সোমবার সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকা আসে।

গত ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনীর সঙ্গে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামের আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। ২০২১ সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থানের পর থেকে সুদানের ক্ষমতা মূলত সামরিক জেনারেলদের হাতে। সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। তাঁর অনুগত বাহিনীর সঙ্গে লড়াই চলছে জেনারেল মোহাম্মদ হামদান দাগালুর নেতৃত্বাধীন আরএসএফের।

সুদানে চলমান সংঘর্ষে এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছে। দেশটিতে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি রয়েছে। তাদের মধ্যে প্রায় ৭০০ জন দেশে ফেরত আসার জন্য নিবন্ধন করেছে।

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী