হোম > জাতীয়

কোন কর্তৃত্ববলে দায়িত্বে আছেন, জবাব চেয়ে আইনসচিবকে নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মহাসমাবেশে স্বাগত বক্তব্য দেওয়ায় আইনসচিব মো. গোলাম সারওয়ারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান আজ সোমবার রেজিস্ট্রি ডাকযোগে সচিব বরাবর এই নোটিশ পাঠান। মাহবুবুর রহমান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এমন কর্মকাণ্ডের পর এখনো কোন কর্তৃত্ববলে তিনি আইনসচিবের দায়িত্ব পালন করছেন—আইনি নোটিশে তা আগামী সাত কর্মদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। 

নোটিশে বলা হয়, ‘গত ২১ অক্টোবর বাংলাদেশ বার কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠান শেষে সোহরাওয়ার্দী উদ্যানে “বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ”-এর পূর্বঘোষিত আইনজীবী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ একটি রাজনৈতিক সংগঠন। ওই সমাবেশে উপস্থিত হয়ে আইনসচিব স্বাগত বক্তব্য দেন। সরকারি চাকরিতে থাকাবস্থায় রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেওয়া প্রচলিত আইন ও বিধির পুরোপুরি লঙ্ঘন।’ 

নোটিশে আরও বলা হয়, ‘আইন মন্ত্রণালয় ওই অনুষ্ঠানের যাবতীয় ব্যয়ভার বহন করেছে বলে জানা গেছে। কোনো দল বা সংগঠনের রাজনৈতিক কর্মসূচি সরকারি অর্থে করা যায় না। মন্ত্রণালয়ের সচিব হিসেবে রাজনৈতিক দলের কর্মসূচিতে স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর বিধি ২৫ (১)-এর লঙ্ঘন করা হয়েছে। যার কারণে তিনি ওই পদে কর্মরত থাকার বৈধতা হারিয়েছেন।’

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না: প্রেস সচিব

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

জাপা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীদের প্রার্থিতা বাতিলে রুল

আয়কর ফাঁকির মামলায় খালাস পেলেন বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার

ওমান, কাতার ও সৌদিগামীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

২০০৮ সালের নির্বাচনে হলফনামা ঠিকমতো যাচাই হলে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো: দুদক চেয়ারম্যান

প্রার্থীদের মধ্যে ৪৪% ব্যবসায়ী, পেশায় রাজনীতিক মাত্র ২৬

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৫৯, ৩৬ শতাংশ মোটরসাইকেল আরোহী