হোম > জাতীয়

ফাইজারের আরও ১০ লাখ টিকা ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেওয়া ফাইজার-বায়োএনটেকের আরও ১০ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। আজ বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারলাইনসের একটি বিমান টিকাগুলো নিয়ে অবতরণ করে।

বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ও স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া টিকাগুলো গ্রহণ করেন। 

এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের ১১ লাখ ৬২০ ডোজ টিকা পেল বাংলাদেশ। এ ছাড়া দেশটি থেকে মডার্নার ৫৫ লাখ টিকা এসেছে। এই টিকার প্রথম চালানে এসেছিল ১ লাখ ৬২০ ডোজ। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারি থেকে গত আট মাসে কেনা, উপহার ও টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের ৩ কোটি ৯১ লাখ ২৫ হাজার ২৫৭ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এর মধ্য শুধু আগস্টেই এসেছে ১ কোটি ২৪ লাখ ৭০ হাজার ২৫০ ডোজ টিকা। 

এ সময় স্বাস্থ্য সচিব সাংবাদিকদের বলেন, সবকিছু অনুকূলে থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৮ থেকে ৯ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। চলতি মাসেই ফাইজারের আরও ৫০ লাখ টিকা আসবে বলে আমরা আশাবাদী। সেপ্টেম্বরে দুই থেকে আড়াই কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, করোনা মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে লড়ে যাওয়ার ধারাবাহিকতা বজায় থাকবে। 

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওয়াশিংটন সফর: শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক

তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন: পরিকল্পনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছিল ইসি

শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে ১১৬ কোটি টাকা বিতরণ

প্রার্থিতা ফেরত পেলেন আরও ৬০ জন

নিজস্ব প্রযুক্তিতে তিনটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক বানাবে নৌবাহিনী

এবার দুর্নীতি মামলায় রিমান্ডে সেই আবেদ আলী

জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ অনুমোদন

সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুদক

গণভোটের প্রচারে জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা