হোম > জাতীয়

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নাজমুল ছাড়াও তাঁর মা, ছোট ভাই শ্বশুরসহ পাঁচজনের সম্পদের বিষয়ে নোটিশ জারি করেছে দুদক।

আজ বুধবার (৩০ জুলাই) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এজাহার থেকে জানা যায়, দুদকের দায়ের করা মামলায় বরখাস্ত হওয়া এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ১ কোটি ৭৫ লাখ ৪০ হাজার ৯২০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদক জানায়, সংস্থাটির অনুসন্ধানে নাজমুলের মা নাজমা বেগমের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৭ কোটি ৯৩ লাখ ৪১ হাজার টাকা এবং তাঁর নামে ৬৫ কোটি ৮০ হাজার ১০৭ টাকার ব্যাংক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

একইভাবে, নাজমুলের ছোট ভাই মো. এনামুল হোসেনের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৮ কোটি ৪২ লাখ ৭৬ হাজার টাকা এবং তাঁর ব্যাংক লেনদেনের পরিমাণ ৮৩ কোটি ৩৩ লাখ ২৩ হাজার ৩১৬ টাকা।

নাজমুলের মামাতো ভাই নিজাম উদ্দিন পান্নার নামে রয়েছে ৭০ লাখ ৮০ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদ এবং ২৬ কোটি ৩১ লাখ ৯৯ হাজার ৮১৫ টাকার ব্যাংক লেনদেন।

অন্যদিকে, নাজমুলের শ্বশুর এ কে এম ছায়াদাত হোসেন বকুলের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ২২ লাখ টাকা এবং ব্যাংক লেনদেন ৬৬ কোটি ১৫ লাখ ১০ হাজার ৯০৮ টাকা।

শ্বশুরের ব্যবসায়িক অংশীদার মো. মোস্তফা খানের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৪ কোটি টাকা এবং তাঁর ব্যাংক লেনদেন ১২০ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৮১৮ টাকা।

দুদক সূত্র জানায়, নাজমুল হাসানের পরিবারের পাঁচ সদস্য ও আত্মীয়ের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে। তারা প্রত্যেকেই নাজমুলের অর্জিত সম্পদ ভোগদখলে রেখেছেন এবং তাঁদের ব্যাংক লেনদেন অস্বাভাবিক বলে মনে হচ্ছে।

গত ১০ মার্চ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী জোনের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ ও তাঁর স্ত্রী সাদিয়া আইনুন নিশাতের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে: ড্যান মজিনা

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন