হোম > জাতীয়

জাতীয় পরিচয়পত্রে কোটি কোটি ভুল হচ্ছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোটি কোটি ভুল আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলমান সংলাপে বাংলাদেশ সাম্যবাদী দলের সঙ্গে আলোচনায় এ কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমার মনে হয় জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোটি কোটি ভুল আছে। তবে আমরা সংশোধনের চেষ্টা করছি।’ 

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলমান সংলাপে মঙ্গলবার সিইসি বাংলাদেশ সাম্যবাদী দলের সঙ্গে আলোচনা করেন। এতে দলটির সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া জাতীয় পরিচয়পত্র সংশোধনে হয়রানির প্রসঙ্গটি তুলে ধরেন। 

এ প্রসঙ্গে সিইসি বলেন, ‘ভুলের পরিমাণটা এত বেশি হয়ে গেছে যে আমার মনে হয় কোটি কোটি ভুল। আ-কার, ই-কার, ঈ-কার নিয়ে মানুষ বিপদে পড়ছে, এয়ারপোর্টে বিপদে পড়ছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে, আমার বন্ধুবান্ধব যারা আছে, ৪০-৫০টা নাম আমি নিজেও সংশোধন করে দিয়েছি। হ্যাঁ, এটা বিলম্ব হচ্ছে। কেন দুই বছর, চার বছর বিলম্ব হচ্ছে—কারণটা হচ্ছে বছর দুয়েক করোনা ছিল। তখন কার্যক্রমটা কম ছিল। মায়ের নাম, বাবার নামে ভুল, অনেকে হঠাৎ করেই নাম থেকে মোহাম্মদ বাদ দিতে চাচ্ছেন, মোহাম্মদ ছোট কিংবা বড় হবে—এ রকম হাজারো দাবি আসে প্রতিদিন।’ 

হাবিবুল আউয়াল বলেন, ‘রাজনৈতিক দল নিবন্ধনের কাজ আমাদের ওপর পড়েছে। সাংবিধানিকভাবে এটা কিন্তু আমাদের কাজ নয়, আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে। তারপর এনআইডি যেটা, এটা বিশাল কর্মযজ্ঞ। এখন আবার ওরা ভোটার তালিকা হালনাগাদ নিয়ে কাজ করছে।’ 

পরে এনআইডি মহাপরিচালকে এ কে এম হুমায়ুন কবীর বলেন, ‘অনেক ইচ্ছাকৃত ভুল হয়েছে। আবার অনিচ্ছাকৃত ভুলও হয়েছে। সবার শিক্ষাসনদ থাকলে সুবিধা হতো। আমরা মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। আমাদের ভুল হচ্ছে। তবে কমিশনের নির্দেশ আমরা প্রতিপালনের চেষ্টা করি।’ তিনি বলেন, ‘২০০৭ সালে যখন এনআইডি করা হয়েছিল, তখন অনেকে ভেবেছিল এটা দিয়ে আর কী হবে। এখন যে এটাই গলার কাঁটা হয়ে দাঁড়াবে, কেউ ভাবেনি। ভুল সংশোধনে আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি।’

বিচারকেরা অন্যায় করলে কি নিউজ করা যাবে না—কাঠগড়ায় সাংবাদিক দুররানীর প্রশ্ন

চাঁদাবাজির মামলায় আত্মসমর্পণের পর কারাগারে নওরোজ সম্পাদক দুররানী

সালমান এফ রহমানের বিরুদ্ধে এবার ১ কোটি টাকা প্রতারণার মামলা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

শুধু বিধিবিধান দিয়ে অবৈধ আয় বন্ধ হবে না: পরিকল্পনা উপদেষ্টা

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই: ইসি

প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ২৩ হাজার ছাড়াল

কওমির দাওরায়ে হাদিস সনদধারীরাও কাজি হতে পারবেন

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ১১৪ অজ্ঞাতনামার লাশ উত্তোলন শুরু

রায়েরবাজার কবরস্থান থেকে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ