হোম > জাতীয়

জাতীয় পরিচয়পত্রে কোটি কোটি ভুল হচ্ছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোটি কোটি ভুল আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলমান সংলাপে বাংলাদেশ সাম্যবাদী দলের সঙ্গে আলোচনায় এ কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমার মনে হয় জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোটি কোটি ভুল আছে। তবে আমরা সংশোধনের চেষ্টা করছি।’ 

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলমান সংলাপে মঙ্গলবার সিইসি বাংলাদেশ সাম্যবাদী দলের সঙ্গে আলোচনা করেন। এতে দলটির সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া জাতীয় পরিচয়পত্র সংশোধনে হয়রানির প্রসঙ্গটি তুলে ধরেন। 

এ প্রসঙ্গে সিইসি বলেন, ‘ভুলের পরিমাণটা এত বেশি হয়ে গেছে যে আমার মনে হয় কোটি কোটি ভুল। আ-কার, ই-কার, ঈ-কার নিয়ে মানুষ বিপদে পড়ছে, এয়ারপোর্টে বিপদে পড়ছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে, আমার বন্ধুবান্ধব যারা আছে, ৪০-৫০টা নাম আমি নিজেও সংশোধন করে দিয়েছি। হ্যাঁ, এটা বিলম্ব হচ্ছে। কেন দুই বছর, চার বছর বিলম্ব হচ্ছে—কারণটা হচ্ছে বছর দুয়েক করোনা ছিল। তখন কার্যক্রমটা কম ছিল। মায়ের নাম, বাবার নামে ভুল, অনেকে হঠাৎ করেই নাম থেকে মোহাম্মদ বাদ দিতে চাচ্ছেন, মোহাম্মদ ছোট কিংবা বড় হবে—এ রকম হাজারো দাবি আসে প্রতিদিন।’ 

হাবিবুল আউয়াল বলেন, ‘রাজনৈতিক দল নিবন্ধনের কাজ আমাদের ওপর পড়েছে। সাংবিধানিকভাবে এটা কিন্তু আমাদের কাজ নয়, আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে। তারপর এনআইডি যেটা, এটা বিশাল কর্মযজ্ঞ। এখন আবার ওরা ভোটার তালিকা হালনাগাদ নিয়ে কাজ করছে।’ 

পরে এনআইডি মহাপরিচালকে এ কে এম হুমায়ুন কবীর বলেন, ‘অনেক ইচ্ছাকৃত ভুল হয়েছে। আবার অনিচ্ছাকৃত ভুলও হয়েছে। সবার শিক্ষাসনদ থাকলে সুবিধা হতো। আমরা মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। আমাদের ভুল হচ্ছে। তবে কমিশনের নির্দেশ আমরা প্রতিপালনের চেষ্টা করি।’ তিনি বলেন, ‘২০০৭ সালে যখন এনআইডি করা হয়েছিল, তখন অনেকে ভেবেছিল এটা দিয়ে আর কী হবে। এখন যে এটাই গলার কাঁটা হয়ে দাঁড়াবে, কেউ ভাবেনি। ভুল সংশোধনে আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি।’

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শকনিয়োগের প্রক্রিয়া শুরু

জাতীয় সংসদ নির্বাচন: ৭৬% প্রার্থী উচ্চশিক্ষিত

বাংলাদেশ শিল্পকলা একাডেমি অধ্যাদেশ অনুমোদন, বিভাগ বেড়ে ৯টি

অন্তর্বর্তী সরকারের ক্ষুদ্রঋণ ব্যাংক বিশ্বে দৃষ্টান্ত সৃষ্টি করবে: সিডিএফ

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জকসুর ছাত্রদল-সমর্থিত প্যানেলের নবনির্বাচিতরা

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের অভিযোগ, বিভিন্ন জেলায় শতাধিক আটক

পীর আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে, মাজারে হামলা নিন্দনীয়: শফিকুল আলম

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

সংসদ নির্বাচন: উদ্বেগ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫ অস্ত্র