হোম > জাতীয়

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ চার এমপিকে সতর্ক করল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ চারজন সংসদ সদস্যকে (এমপি) সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ বৃহস্পতিবার ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত আলাদা আলাদা চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়। 

গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য মেহের আফরোজকে লেখা চিঠিতে বলা হয়, গত ২৯ নভেম্বর শোডাউন করে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করে আচরণ বিধিমালার বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন। এই অবস্থায়, ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করার শর্তে আপনাকে পত্র মারফত সতর্ক করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

মুন্সিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে লেখা চিঠিতে বলা হয়, গত ২৭ নভেম্বর মুন্সিগঞ্জ গোলচত্বর এলাকায় সভা সমাবেশ করেন এবং মোটরসাইকেল ব্যবহার করে শোভাযাত্রা করেন। ওই সময়ে শত শত নেতা-কর্মী সুপার মার্কেট এলাকায় জড়ো হয় এতে মুন্সিগঞ্জ শহরের থানা সড়ক, হাসপাতাল সড়ক ও জেলা মুক্তিযোদ্ধা কার্যালয় সড়ক দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয় এবং উক্ত এলাকায় প্রায় এক ঘণ্টা স্বাভাবিক যান চলাচল বন্ধ থাকে, ফলে আচরণ বিধিমালার বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি কমিশনে প্রতিবেদন দাখিল করেছে। ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করার শর্তে আপনাকে পত্র মারফত সতর্ক করার জন্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে পাঠানো চিঠিতে বলা হয়, হাজার খানেক কর্মী-সমর্থক নিয়ে মিছিল করে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করে আচরণ বিধিমালার বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি কমিশনে প্রতিবেদন দাখিল করেছে। ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করার শর্তে আপনাকে পত্র মারফত সতর্ক করার জন্য কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

আরেকটি চিঠিতে নারায়ণগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীও নির্বাচন বিধি না মানার কারণে সতর্ক করেছে ইসি।

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন