হোম > জাতীয়

রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষায় ভারতের বুদ্ধি চেয়েছে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষায় ভারতের বুদ্ধি চেয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। রাশিয়া জ্বালানি, গম বিক্রি করতে চায়। তবে এ সম্পর্ক করতে বাংলাদেশ নিষেধাজ্ঞা ভয়ে রয়েছে। ভারত কীভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখে নিষেধাজ্ঞা এড়াচ্ছে তার বুদ্ধি চেয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন এ কে আবদুল মোমেন। 

ভারতের নদী সম্মেলন থেকে ফিরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। সেখানে এসব কথা বলেন। 

ইউক্রেন সংকটে দুই পক্ষের টানাহেঁচড়ার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ নিয়ে জানতে চাইলে এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা বিশ্বের অন্য দেশগুলোর ওপর পরনির্ভরশীল। অন্য দেশে স্থিতিশীলতা থাকলে আমাদের মঙ্গল। এ বিষয়ে ভারতের সঙ্গে আলাপ করেছি। ভারত জ্বালানি সংকট কিছুটা সমাধানের চেষ্টা করছে। আমরা জ্বালানি নির্ভরশীল দেশ।’ 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়া আমাদের প্রস্তাব দিয়েছে জ্বালানি বিক্রির জন্য, আমাদের গম দিতে চায়। কিন্তু আমরা তো নিষেধাজ্ঞার ভয়ে রয়েছি। ভারত কীভাবে করছে, ভারত তো জ্বালানি নিচ্ছে। সেটি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে যে তারা ফন্দি ফিকির বের করেছে।’ 

তিনি বলেন, ‘আমাদের জ্বালানির সমস্যা। আর এ সমস্যাটি এখন বড় হচ্ছে। রাশিয়া থেকে জ্বালানি সংগ্রহের বিষয়ে ভারতের থেকে বুদ্ধি চেয়েছি, কীভাবে বিষয়টি ব্যবস্থাপনা করেছে। ভারত বড় দেশ, তারা ব্যবস্থাপনা করতে পারে। তাদের ওপর কেউ নিষেধাজ্ঞা দেয় না। বাংলাদেশ ছোট দেশ, আমাদের ওপর মাতব্বরি একটু বেশি।’

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

গণমাধ্যমে আক্রমণ বর্বরতার বহিঃপ্রকাশ: নূরুল কবীর

গণমাধ্যম সম্মিলন শুরু

ঢাকায় আজ গণমাধ্যম সম্মিলন

প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৮ জন

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ পেল ৯৪৭ প্রতিষ্ঠান

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল

যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর

বাংলাদেশকে বদলাতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দাঁড়াবেন: আদিলুর রহমান খান