হোম > জাতীয়

রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষায় ভারতের বুদ্ধি চেয়েছে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষায় ভারতের বুদ্ধি চেয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। রাশিয়া জ্বালানি, গম বিক্রি করতে চায়। তবে এ সম্পর্ক করতে বাংলাদেশ নিষেধাজ্ঞা ভয়ে রয়েছে। ভারত কীভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখে নিষেধাজ্ঞা এড়াচ্ছে তার বুদ্ধি চেয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন এ কে আবদুল মোমেন। 

ভারতের নদী সম্মেলন থেকে ফিরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। সেখানে এসব কথা বলেন। 

ইউক্রেন সংকটে দুই পক্ষের টানাহেঁচড়ার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ নিয়ে জানতে চাইলে এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা বিশ্বের অন্য দেশগুলোর ওপর পরনির্ভরশীল। অন্য দেশে স্থিতিশীলতা থাকলে আমাদের মঙ্গল। এ বিষয়ে ভারতের সঙ্গে আলাপ করেছি। ভারত জ্বালানি সংকট কিছুটা সমাধানের চেষ্টা করছে। আমরা জ্বালানি নির্ভরশীল দেশ।’ 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়া আমাদের প্রস্তাব দিয়েছে জ্বালানি বিক্রির জন্য, আমাদের গম দিতে চায়। কিন্তু আমরা তো নিষেধাজ্ঞার ভয়ে রয়েছি। ভারত কীভাবে করছে, ভারত তো জ্বালানি নিচ্ছে। সেটি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে যে তারা ফন্দি ফিকির বের করেছে।’ 

তিনি বলেন, ‘আমাদের জ্বালানির সমস্যা। আর এ সমস্যাটি এখন বড় হচ্ছে। রাশিয়া থেকে জ্বালানি সংগ্রহের বিষয়ে ভারতের থেকে বুদ্ধি চেয়েছি, কীভাবে বিষয়টি ব্যবস্থাপনা করেছে। ভারত বড় দেশ, তারা ব্যবস্থাপনা করতে পারে। তাদের ওপর কেউ নিষেধাজ্ঞা দেয় না। বাংলাদেশ ছোট দেশ, আমাদের ওপর মাতব্বরি একটু বেশি।’

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

মনোনয়নপত্রে সন্তানের আয়ের তথ্য দেওয়া ঐচ্ছিক—বিএনপির সঙ্গে বৈঠকের পর ইসির চিঠি

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল