হোম > জাতীয়

৫৫ পুলিশ কর্মকর্তার রদবদল-পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পুলিশের দুইজনকে অতিরিক্ত মহাপরিদর্শক ও পাঁচজনকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছে। ৪৮ জন অতিরিক্ত পুলিশ সুপারকে এসপি পদে পদোন্নতি ও বদলি করা হয়েছে।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক চারটি প্রজ্ঞাপনে এ রদবদল ও পদোন্নতির কথা জানানো হয়। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক কৃষ্ণপদ রায়কে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরে দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজারবাগ পুলিশ টেলিকমের উপপুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুর রহমানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। 

অপর এক প্রজ্ঞাপনে পাঁচজন অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শককে বদলি করা হয়েছে। তাঁরা হচ্ছেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের মো. সাখাওয়াত হোসেনকে ট্যুরিস্ট পুলিশে বদলি, সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে অ্যান্টি টেররিজম ইউনিটে, অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. আসাদ উল্লাহ চৌধুরীকে নৌপুলিশ, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক এনামুল কবিরকে খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে এবং খাগড়াছড়ির আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মীর মোদ্দাছ্ছের হোসেনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। 

আরেক প্রজ্ঞাপনে ১৬ জন অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে উপপুলিশ কমিশনার (এসপি) পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। অন্য প্রজ্ঞাপনে ৩২ জন চলতি দায়িত্বে থাকা পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন দেখুন: প্রজ্ঞাপন (১), প্রজ্ঞাপন (২), প্রজ্ঞাপন (৩), প্রজ্ঞাপন (৪)

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ