হোম > জাতীয়

আদালত অবমাননা: কনক সারোয়ার ও মহসিন রশিদকে আপিল বিভাগে তলব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ ও প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারকে তলব করেছেন আপিল বিভাগ। আগামী ২১ জুলাই তাঁদের আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে এই সময়ে আইনজীবী মহসিন রশিদ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আইন পেশা পরিচালনা করতে পারবেন না বলেও আদেশ দিয়েছেন।

এর আগে আপিল বিভাগে টিভি মনিটরে আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ ও প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের টকশোতে দেওয়া বক্তব্য দেখানো হয়। আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী তাপস কান্তি বল।

ওই দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করেছিলেন শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী। আবেদনটি গত ২৬ জুন চেম্বার আদালতের কার্যতালিকায় উঠলে ৪ জুলাই শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।

এ বিষয়ে তাপস কান্তি বল বলেন, ইংল্যান্ডের সুপ্রিম কোর্টে চৌধুরী মঈনুদ্দীন এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যকার মামলায় সম্প্রতি রায় দেওয়া হয়। সেখানে মঈনুদ্দীনের মানহানির মামলাটি চলবে বলে রায়ে এসেছে। সেখানে কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। ওই পর্যবেক্ষণ নিয়ে সাংবাদিক কনক সারোয়ার ২১ জুন অনলাইনে টকশো করেন। সেখানে অতিথি ছিলেন আইনজীবী মহসিন রশিদ।

তিনি আরও বলেন, টকশোতে বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া হয়, যে কারণে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করা হয়। চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ৪ জুলাই শুনানির জন্য পাঠিয়ে দেন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে চৌধুরী মঈনুদ্দীনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ