বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ ও প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারকে তলব করেছেন আপিল বিভাগ। আগামী ২১ জুলাই তাঁদের আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে এই সময়ে আইনজীবী মহসিন রশিদ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আইন পেশা পরিচালনা করতে পারবেন না বলেও আদেশ দিয়েছেন।
এর আগে আপিল বিভাগে টিভি মনিটরে আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ ও প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের টকশোতে দেওয়া বক্তব্য দেখানো হয়। আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী তাপস কান্তি বল।
ওই দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করেছিলেন শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী। আবেদনটি গত ২৬ জুন চেম্বার আদালতের কার্যতালিকায় উঠলে ৪ জুলাই শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।
তিনি আরও বলেন, টকশোতে বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া হয়, যে কারণে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করা হয়। চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ৪ জুলাই শুনানির জন্য পাঠিয়ে দেন।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে চৌধুরী মঈনুদ্দীনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।