হোম > জাতীয়

কর্মসূচি স্থগিত করে সড়ক ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার । ছবি: আজকের পত্রিকা

ছয় ঘণ্টা পর রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে আগামী শনিবার পর্যন্ত তাঁরা কর্মসূচি স্থগিত করেছেন। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ তথ্য জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের সংগঠক নাঈম হাওলাদার।

নাঈম হাওলাদার বলেন, ‘বিকেল ৫টার দিকে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করেছি। আগামী শনিবার পর্যন্ত আমাদের কর্মসূচি স্থগিত থাকবে। এর মধ্যে যদি সরকার কমিশন গঠন না করে, তাহলে ওই দিন বিকেলে নতুন কর্মসূচি ঘোষণা করব।’

এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ঢাকা কলেজ ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা। পরে বেলা ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন কলেজগুলোর শিক্ষার্থীরা।

দুপুরে ঢাকা কলেজের শিক্ষার্থী তানভীর হোসেন মুন্না বলেন, ‘বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য আমরা চাই দ্রুত কমিশন গঠন করুক। আমরা রাস্তায় বসতে চাই না। তবে আমাদের দাবি না মানলে আন্দোলন চলবে।’

এতে সকাল থেকেই মিরপুর রোড, নিউমার্কেট এলাকা, কাঁটাবন সড়ক, কাজী নজরুল অ্যাভিনিউসহ ঢাকার বিভিন্ন সড়কে যানজট তৈরি হয়।

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ