হোম > জাতীয়

প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ: ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ। চলতি মাসের ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত দলটির বাংলাদেশে থাকার কথা রয়েছে। এ প্রতিনিধিদলের প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে সংস্থাটি।

আজ শুক্রবার ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম আজকের পত্রিকাকে জানান, কমনওয়েলথ থেকে প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিয়েছে। 

সিইসির কাছে দেওয়া চিঠিতে প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলে কতজন প্রতিনিধি আসবেন, সেই সংখ্যা উল্লেখ করা হয়নি বলে জানা গেছে। 

এর আগে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) প্রাক-নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ টিম পাঠিয়েছিল। পরে তারা পূর্ণাঙ্গ টিম পাঠাবে না বলে জানিয়েছে।

সম্প্রতি বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। এ ক্ষেত্রে তাদের আগামী ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের কাছে আবেদন আহ্বানের বিষয়টি অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে কমিশন।

প্রসঙ্গত, নভেম্বরের প্রথমার্ধের মধ্যে তফসিল ঘোষণা করে জানুয়ারির প্রথমার্ধের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি।

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি