হোম > জাতীয়

যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের তথ্যে গরমিল আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত প্রতিবেদনের তথ্যে গরমিল আছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘অনেকেই ব্যবসায়িক কারণে বা অন্যকোনো কারণে আত্মগোপন করেছে, সেগুলোকেও গুম বলে চালিয়ে দেওয়া হয়েছে। এদের অনেককেই আমরা উদ্ধার করেছি।’

প্রতিবেদন প্রকাশ হওয়ার পর আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

প্রতিবেদন দেওয়ার আগে এ বিষয়ে তাদের আরও তথ্য জানা উচিত ছিল বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবকিছু নিয়ে আরও জানা উচিত ছিল তাদের। আমি মনে করি তাদের তথ্যের বিভ্রাট হয়েছে।’

নিরাপত্তা বাহিনীর হত্যা ও নির্যাতনের বিষয়গুলো বর্তমানে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কোন একসময়ে যখন বিএনপি সরকার এ দেশের শাসন করত তখন এমন হয়েছে। আমাদের সময়ে কোন ধরনের অন্যায় আচরণ বা হত্যাকাণ্ড ঘটলে সেগুলো আইন ও বিচারের মুখোমুখি হয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। গুম খুনের যে কথাগুলো হচ্ছে সেগুলো আমরা অনুসন্ধান করে দেখছি। অনেকগুলো হয়তো আত্মগোপন করে গুম বলে চালিয়ে দিয়েছে, অনেকগুলো ব্যবসায়িক কারণে লস খেয়ে নিজেই গুম হয়ে গিয়েছে। অনেককেই আমরা উদ্ধার করেছি। তাই আমরা জোর গলায় বলতে পারি যে রিপোর্টটা বের হয়েছে সেটার তথ্যে গরমিল আছে।’  

২০২১ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। প্রতিবেদনটিকে ‘বাস্তবভিত্তিক’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিবেদনে বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতির একটি বস্তুনিষ্ঠ বিবরণের উপস্থাপন করার চেষ্টা হয়েছে যেখানে ১৯৮টি দেশ ও অঞ্চলের ২০২১ সালের চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে অভিযোগ করা হয়, বাংলাদেশে আইন-শৃঙ্খলা বাহিনী বিচারবহির্ভূত হত্যা ও গুমসহ নানা ধরনের নিপীড়নে জড়িত থাকলেও এর জন্য তাদের জবাবদিহি করা হয় না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিপীড়ন ও দুর্নীতিতে জড়িত থাকলেও ব্যাপকভাবে দায়মুক্তি ভোগ করে আসছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা নানা ধরনের নিপীড়ন চালিয়ে থাকেন। 

এ ছাড়া বিচারবহির্ভূত হত্যাসহ বেআইনি হত্যাকাণ্ড; গুম; সরকার বা তার পক্ষের এজেন্টদের নির্যাতন বা নিষ্ঠুরতা, অমানবিক ও অপমানজনক আচরণ; কারাগারে জীবনের জন্য হুমকিমূলক পরিবেশ; নির্বিচারে গ্রেপ্তার বা আটক; রাজনৈতিক কারা বন্দিত্বসহ আরও বেশ কিছু মানবাধিকার লঙ্ঘনের বিষয় উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

৮১ আসনে বিএনপির একাধিক নেতা প্রার্থী

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল