হোম > জাতীয়

সংসদ সদস্য আফসারুল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আফসারুল আমীন (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার বেলা ৩টা ৫৫ মিনিটে রাজধানী ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। আজকের পত্রিকাকে আফসারুল আমীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী দেলোয়ার হোসেন। 
 
দেলোয়ার হোসেন বলেন, আফসারুল আমীন দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। তিনি দেশের বাইরেও চিকিৎসা নিয়েছেন। তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে। এরপর তাঁর মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তবে জানাজার সময় এখনো নিশ্চিত হওয়া যায়নি।  

পেশায় চিকিৎসক আফসারুল আমীন ১৯৯১ সালে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে মানুষের সেবা করে আলোচনায় আসেন। পরে নগর আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পান। এরপর চট্টগ্রাম-১০ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে মোট তিনবার নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। 

আফসারুল আমীন সরকারের নৌপরিবহন ও পরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। এ ছাড়া মৃত্যুর আগে নগর আওয়ামী লীগের সহসভাপতি পদেও দায়িত্ব পালন করছিলেন বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা।

আফসারুল আমীনের মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। তাঁরা বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে সুপ্রতিষ্ঠিত রাখতে আফসারুল আমীন আমৃত্যু লড়ে গেছেন। তৃণমূলের রাজনীতিকে সুসংগঠিত করার পাশাপাশি  চিকিৎসাসেবার মাধ্যমে জনসেবা করে গেছেন তিনি।
এক পৃথক বার্তায় শোক জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইসমাইল খান এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা শাখার সভাপতি আবু হানিফ ও সাধারণ সম্পাদক শরীফ চৌহান।

কোটিপতি প্রার্থী ৫০১ জন

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হয়ে বিমানের যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ না করে তদন্তের মুখে পাইলট

ইসিতে তৃতীয় দিনে আরও ১৩১ আপিল আবেদন

এবারের নির্বাচন লাইনচ্যুত ট্রেনকে লাইনে তোলা: ইসি সানাউল্লাহ

রায়েরবাজারে গণকবর থেকে শহীদদের পরিচয় শনাক্ত রাষ্ট্রের দায়বদ্ধতার প্রতিফলন: প্রধান উপদেষ্টা

ঘুষের লাখ টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল

ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্ণমাত্রার নিরাপত্তা মহড়া, সফলভাবে উদ্ধার যাত্রীরা