হোম > জাতীয়

বাংলাদেশের নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় অস্ট্রেলিয়ার খেদ 

বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় খেদ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। তবে এই নির্বাচনে লাখো ভোটারের ভোট দেওয়ার বিষয়টি স্বাগত জানিয়েছে দেশটি। আজ স্থানীয় সময় বুধবার দেশটির পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ৭ জানুয়ারি বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল লক্ষ্য করেছে অস্ট্রেলিয়া।’ দেশটি বলেছে, তারা ভোটের দিন লাখো ভোটারের ভোটাধিকার প্রয়োগের বিষয়টিকে স্বাগত জানায়। তবে বিরোধী দলবিহীন যে পরিস্থিতিতে নির্বাচন হয়েছে, তা নিয়ে অস্ট্রেলিয়ার খেদ রয়েছে। দেশটি বলেছে, ‘এটা দুঃখজনক যে, নির্বাচন এমন একটি পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যেখানে সব অংশীদার অর্থপূর্ণ ও উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করতে পারেনি।’

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে অস্ট্রেলিয়া নির্বাচনের আগে ঘটে যাওয়া সহিংসতা ও রাজনৈতিক বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে উদ্বিগ্ন। অস্ট্রেলিয়া ধারাবাহিকভাবে বাংলাদেশের কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছে।’

বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশ সরকারকে তার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য অগ্রাধিকার দেওয়ার অনুরোধ করছে, যা মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন ও উন্নয়নকে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করায়।

বিবৃতিতে অস্ট্রেলিয়া ঘনিষ্ঠ অংশীদার হিসেবে একটি উন্মুক্ত, স্থিতিশীল, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক অঞ্চল গঠনের সাধারণ লক্ষ্য অর্জনে বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু