হোম > জাতীয়

ইউএনওর গাড়িচালকদের চাকরি স্থায়ীকরণে বাধা কাটল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

২৮ জন ইউএনওর গাড়ি চালকের চাকরি স্থায়ীকরণে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সরকারি যানবাহন অধিদপ্তরের করা লিভ টু আপিল আজ মঙ্গলবার খারিজ করে দেন বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ। এতে তাঁদের চাকরি স্থায়ী করতে আর কোনো বাধা রইল না।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম ও মোহাম্মদ আলী জিন্নাহ। সঙ্গে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান।

আইনজীবী আব্দুস সাত্তার বলেন, দীর্ঘদিন ধরে মাস্টার রোলে কর্মরত ২৮টি উপজেলায় ইউএনও অফিসের গাড়ি চালকের চাকরি স্থায়ী করার জন্য ২০১৭ সালে রিট করা করেছিলেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইউএনওর গাড়িচালক সোহেলসহ ২৮ জন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ৩ অক্টোবর হাইকোর্ট তাঁদের চাকরি স্থায়ীকরণের জন্য ৩০ দিনের সময় বেঁধে দিয়ে আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে ২০২১ সালে সরকারি যানবাহন অধিদপ্তরের পক্ষ থেকে লিভ টু আপিল করা হয়।

তিনি বলেন, অন্যদিকে রায় কার্যকর না করার কারণে হাইকোর্ট পরিবহন পুল কমিশনারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিলেন। সেই সঙ্গে ৩৬৬ জন নতুন গাড়িচালকের নিয়োগ স্থগিত করে দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে সরকারি যানবাহন অধিদপ্তর।

আব্দুস সাত্তার বলেন, দুটি লিভ টু আপিল একসঙ্গে শুনানি শেষে আজ তা খারিজ করে দেন আপিল বিভাগ। এতে হাইকোর্টের দেওয়া চাকরি স্থায়ীকরণের রায় বহাল থাকল। ফলে সরকারি যানবাহন অধিদপ্তরের এখন তাঁদের চাকরি স্থায়ী করতে আর কোনো বাধা থাকল না।

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান