হোম > জাতীয়

বন্দী নাগরিকদের ফেরত চায় পাকিস্তান

তাসনিম মহসিন, ঢাকা

বাংলাদেশে বন্দী নাগরিকদের ফেরত চায় পাকিস্তান। আজ বুধবার দুপুরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করে ঢাকার পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী এ অনুরোধ জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। 

আজ দুপুর ১২টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করতে আসেন ঢাকার পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। ১ ঘণ্টার বৈঠক শেষে বৈঠকের বিষয় সম্পর্কে জানতে চাইলে আজকের পত্রিকাকে তিনি বলেন, এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। 

বৈঠকে বাংলাদেশে বন্দী পাকিস্তানি নাগরিকদের প্রত্যাবাসন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে আজকের পত্রিকাকে ইমরান আহমেদ সিদ্দিকী বলেন, বাংলাদেশে পাকিস্তানের কিছু বন্দী রয়েছে। তাদের সংখ্যা খুব একটা বেশি নয়। যখন আদালত সিদ্ধান্ত দেবে তাদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই, তখন তাঁরা বাড়ি ফেরত যাবে। 

বৈঠকে উপস্থিত এক কূটনৈতিক আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে বাংলাদেশে খুব কমসংখ্যক পাকিস্তানি কারাগারে বন্দী রয়েছে। এদের মধ্যে এমন কিছু বন্দী রয়েছে, যারা এরই মধ্যে তাদের সাজারা মেয়াদ শেষ করেছে, কিন্তু এখনো তারা বন্দী অবস্থায় রয়েছে। তাদের প্রত্যাবাসনের জন্য অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার। ইসলামাবাদের অনুরোধটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার, ব্যাখ্যা দিল প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের জ্বালানি-বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা বাতিলের দাবি

পূর্বাচল প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপ-রাদওয়ানের মামলার রায় ২ ফেব্রুয়ারি

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ