হোম > জাতীয়

বন্দী নাগরিকদের ফেরত চায় পাকিস্তান

তাসনিম মহসিন, ঢাকা

বাংলাদেশে বন্দী নাগরিকদের ফেরত চায় পাকিস্তান। আজ বুধবার দুপুরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করে ঢাকার পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী এ অনুরোধ জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। 

আজ দুপুর ১২টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করতে আসেন ঢাকার পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। ১ ঘণ্টার বৈঠক শেষে বৈঠকের বিষয় সম্পর্কে জানতে চাইলে আজকের পত্রিকাকে তিনি বলেন, এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। 

বৈঠকে বাংলাদেশে বন্দী পাকিস্তানি নাগরিকদের প্রত্যাবাসন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে আজকের পত্রিকাকে ইমরান আহমেদ সিদ্দিকী বলেন, বাংলাদেশে পাকিস্তানের কিছু বন্দী রয়েছে। তাদের সংখ্যা খুব একটা বেশি নয়। যখন আদালত সিদ্ধান্ত দেবে তাদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই, তখন তাঁরা বাড়ি ফেরত যাবে। 

বৈঠকে উপস্থিত এক কূটনৈতিক আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে বাংলাদেশে খুব কমসংখ্যক পাকিস্তানি কারাগারে বন্দী রয়েছে। এদের মধ্যে এমন কিছু বন্দী রয়েছে, যারা এরই মধ্যে তাদের সাজারা মেয়াদ শেষ করেছে, কিন্তু এখনো তারা বন্দী অবস্থায় রয়েছে। তাদের প্রত্যাবাসনের জন্য অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার। ইসলামাবাদের অনুরোধটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী