হোম > জাতীয়

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৯৮১ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮১ জন ডেঙ্গু রোগী।

আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯৩ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্ত হয়েছেন ৩৮ হাজার ৭৮৯ জন। শনাক্তদের মধ্যে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭ শতাংশ নারী।

সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৩৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় আছেন ১ হাজার ৭০৭ জন। বাকি ১ হাজার ৬৭৭ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, মৃত্যু হয় ১৪ জনের। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, মৃত্যু হয় ৩ জনের। মার্চে হাসপাতালে ভর্তি হন ৩১১ জন, মৃত্যু হয় ৫ জনের। এপ্রিলে হাসপাতালে ভর্তি হন ৫০৪ জন, মৃত্যু হয় ২ জনের। মে মাসে হাসপাতালে ভর্তি হন ৬৪৪ জন, মৃত্যু হয় ১২ জনের। জুনে হাসপাতালে ভর্তি হন ৭৯৮ জন, মৃত্যু হয় ৮ জনের। জুলাইয়ে হাসপাতালে ভর্তি হন ২ হাজার ৬৬৯ জন, মৃত্যু হয় ১২ জনের। আগস্টে হাসপাতালে ভর্তি হন ৬ হাজার ৫২১ জন, মৃত্যু হয় ২৭ জনের এবং সেপ্টেম্বরে ১৮ হাজার রোগী হাসপাতালে ভর্তি হন, মৃত্যু হয় ৮০ জনের।

চলতি মাসের প্রথম আট দিনে ৭ হাজার ৮৫১ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩০ জন।

উল্লেখ্য, দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় ২০২৩ সালে। ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল