হোম > জাতীয়

কর্মসংস্থানে বাংলাদেশি কর্মীদের প্রাধান্য দিচ্ছে কাতার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

কাতারে কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় কাতারের রাষ্ট্রদূত সিরায়া আলী আল-কাহতানি। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে সাক্ষাৎকালে সিরায়া আলী আল-কাহতানি দেশটিতে কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের প্রাধান্যের বিষয়টি তুলে ধরেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় প্রবাসীকল্যাণমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শহিদুল আলম এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাদের উপস্থিত ছিলেন। 

বৈঠকে মন্ত্রী বলেন, বাংলাদেশ ও কাতার ভ্রাতৃত্বপূর্ণ দেশ। দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। বাংলাদেশের কর্মীরা অত্যন্ত পরিশ্রমী এবং সারা বিশ্বেই তাঁরা দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করছেন। মন্ত্রী কাতারে আরও বেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। 

বৈঠকে কাতারের রাষ্ট্রদূত জানান, কাতার বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের ক্ষেত্রে প্রাধান্য দেয়। বর্তমানে কাতারে ৪ লাখের মতো বাংলাদেশি কর্মী সুনামের সঙ্গে কাজ করছেন। কর্মীদের অধিকার রক্ষায় কাতার সরকার সর্বোচ্চ গুরুত্ব দেয়।

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

গণমাধ্যমে আক্রমণ বর্বরতার বহিঃপ্রকাশ: নূরুল কবীর

গণমাধ্যম সম্মিলন শুরু

ঢাকায় আজ গণমাধ্যম সম্মিলন

প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৮ জন

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল