হোম > জাতীয়

২০ বছর বা বেশি চাকরি করলেই সার্ভিস বেনিফিট, অভিমত আপিল বিভাগের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি অফিসে নিরবচ্ছিন্নভাবে ২০ বছর বা তার বেশি সময় কাজ করলে তাঁকে সার্ভিস বেনিফিট (অবসরকালীন সুবিধা) দিতে অভিমত দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আদালত বলেছেন, ওই ব্যক্তি এতদিন রাষ্ট্রের জন্য কাজ করেছেন। এখন রাষ্ট্রের দায়িত্ব বিষয়টি দেখা। এটিই কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য। তাই এই বিষয়ে নীতিমালা করতে বলা হয়েছে সরকারকে। 

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) চাকরি সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে এমন পর্যবেক্ষণ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

এর আগে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি গ্রামের জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা করে সরকার। এতে ২০০৯ থেকে ২০১৪ মেয়াদের জন্য সাড়ে ১৩ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয় সরকার। পরবর্তীতে ওই প্রকল্পের মেয়াদ দুই দফায় বাড়িয়ে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। 

তবে প্রকল্পের উন্নয়ন বাজেটে নিয়োগপ্রাপ্তদের অনেকে চাকরি রাজস্ব খাতে আত্মীকরণের দাবিতে হাইকোর্টে রিট করেন। 

আবেদনকারীদের আইনজীবীদের একজন সাঈদ আহমেদ রাজা। তিনি বলেন, ‘হাইকোর্ট আবেদনকারীদের চাকরি রাজস্ব খাতে আত্মীকরণের নির্দেশ দিলে সরকার ২০১৯ সালে আপিল করে। শুনানি শেষে আপিল বিভাগ বলেছেন, আত্মীকরণ মৌলিক অধিকার নয়। এসব প্রকল্পে নিয়োগের সময় শর্ত সাপেক্ষে করা হয়। তাই হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করে দেন আপিল বিভাগ। তবে কেউ ২০ বছর বা তার বেশি সময় কাজ করলে অবসরকালীন সুবিধা দিতে নীতিমালা করতে বলা হয়। সম্প্রতি ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।’

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে