হোম > জাতীয়

বঙ্গভবনে সংলাপের জন্য আমন্ত্রণ পেল আরও তিন দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন (ইসি) গঠনের অংশ হিসেবে সংলাপের জন্য আরও তিনটি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ বুধবার রাষ্ট্রপতি কার্যালয়ের প্রেস অনুবিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ৪ জানুয়ারি এই তিন দলকে সংলাপে বসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানানো হয়। এ পর্যায়ে সংলাপে ডাক পাওয়া দলগুলো হচ্ছে খেলাফত আন্দোলন, সাম্যবাদী দল ও ইসলামি আন্দোলন বাংলাদেশ। ৪ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বাংলাদেশের সাম্যবাদী দল ও সন্ধ্যা ৭টায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে সংলাপে বসার আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে জানানো হয়েছিল আগামী ২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে গণফোরামের সঙ্গে, একই দিন সন্ধ্যা ৭টায় বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি। পরদিন ৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় গণতন্ত্রী পার্টি এবং সন্ধ্যা ৭টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে সংলাপে বসার আমন্ত্রণ জানানো হলেও সিপিবি এরই মধ্যে সংলাপে অংশ নেবে না বলে জানিয়েছে। এ অবস্থায় ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ খেলাফত আন্দোলনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

পুনর্বাসন ফ্ল্যাটে অনিয়ম: কাদের ও ১৩ সাবেক সচিবের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

পরিবেশ ভালো আছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ৭২৩ জনের

গুম কমিশনের প্রতিবেদন: গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য

গণভোটের প্রচারে দেশজুড়ে সরকারি উদ্যোগ—প্রতিটি বিভাগে হবে বড় কর্মশালা

গুম থেকে জীবিত ফিরেছে জামায়াতের বেশি, না ফেরা বেশির ভাগই বিএনপির

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: মন্ত্রণালয়

সবচেয়ে বেশি লাশ গুম হয় বলেশ্বর নদে: চূড়ান্ত প্রতিবেদন