নির্বাচন কমিশন (ইসি) গঠনের অংশ হিসেবে সংলাপের জন্য আরও তিনটি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ বুধবার রাষ্ট্রপতি কার্যালয়ের প্রেস অনুবিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ৪ জানুয়ারি এই তিন দলকে সংলাপে বসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানানো হয়। এ পর্যায়ে সংলাপে ডাক পাওয়া দলগুলো হচ্ছে খেলাফত আন্দোলন, সাম্যবাদী দল ও ইসলামি আন্দোলন বাংলাদেশ। ৪ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বাংলাদেশের সাম্যবাদী দল ও সন্ধ্যা ৭টায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে সংলাপে বসার আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে জানানো হয়েছিল আগামী ২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে গণফোরামের সঙ্গে, একই দিন সন্ধ্যা ৭টায় বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি। পরদিন ৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় গণতন্ত্রী পার্টি এবং সন্ধ্যা ৭টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে সংলাপে বসার আমন্ত্রণ জানানো হলেও সিপিবি এরই মধ্যে সংলাপে অংশ নেবে না বলে জানিয়েছে। এ অবস্থায় ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ খেলাফত আন্দোলনকে আমন্ত্রণ জানানো হয়েছে।