হোম > জাতীয়

বঙ্গভবনে সংলাপের জন্য আমন্ত্রণ পেল আরও তিন দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন (ইসি) গঠনের অংশ হিসেবে সংলাপের জন্য আরও তিনটি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ বুধবার রাষ্ট্রপতি কার্যালয়ের প্রেস অনুবিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ৪ জানুয়ারি এই তিন দলকে সংলাপে বসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানানো হয়। এ পর্যায়ে সংলাপে ডাক পাওয়া দলগুলো হচ্ছে খেলাফত আন্দোলন, সাম্যবাদী দল ও ইসলামি আন্দোলন বাংলাদেশ। ৪ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বাংলাদেশের সাম্যবাদী দল ও সন্ধ্যা ৭টায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে সংলাপে বসার আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে জানানো হয়েছিল আগামী ২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে গণফোরামের সঙ্গে, একই দিন সন্ধ্যা ৭টায় বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি। পরদিন ৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় গণতন্ত্রী পার্টি এবং সন্ধ্যা ৭টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে সংলাপে বসার আমন্ত্রণ জানানো হলেও সিপিবি এরই মধ্যে সংলাপে অংশ নেবে না বলে জানিয়েছে। এ অবস্থায় ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ খেলাফত আন্দোলনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন: মনোনয়নপত্র বাতিল হলো পাঁচ শতাধিক

অস্বাভাবিক দাম বৃদ্ধি: এলপিজির দামে নৈরাজ্য, অজুহাত আমদানি সংকট

প্রার্থিতা ফিরে পেতে আপিলে যেসব নির্দেশনা মানতে হবে

পোস্টাল ব্যালটে ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করা হবে: ইসি

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি