হোম > জাতীয়

এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর মৃত্যুতে তাঁর প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ রাখা হয়েছে। 

আজ রোববার সকাল সাড়ে ১০টার পর আপিল বিভাগ এবং বেলা ১১টার পর থেকে হাইকোর্ট বিভাগ আর বিচারকাজে বসেননি। 

এর আগে সকাল সোয়া ৯টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন সুপ্রিম কোর্টের রীতি তুলে ধরে বিচারকাজ বন্ধ রাখার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। ওই সময় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান। পরে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।  

গত ২ মে বাংলাদেশ সময় দুপুর ২টার পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ জে মোহাম্মদ আলী। 

এর আগে দুই দফা জানাজা শেষে জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলীকে শনিবার সন্ধ্যায় বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও।

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল