হোম > জাতীয়

প্লাস্টিক ব্যাগে দেশি চাল পেলেই জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমদানি করা চাল ছাড়া দেশি চাল বাজারজাত করার ক্ষেত্রে বাধ্যতামূলক পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। প্লাস্টিকের ব্যাগে দেশি চাল বাজারজাত করা হলে তা জব্দ করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের সংশ্লিষ্ট অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘এক সময় দেশে কৃষিপণ্য থেকে শুরু করে সব পণ্য মোড়কে পাট ব্যবহার হতো। তারপর প্লাস্টিকের কারণে পাট পণ্যের ব্যবহার কমে যায়। এখন আমরা চেষ্টা করছি সেই পাট পণ্য আবার ব্যবহার করতে।’

মন্ত্রী বলেন, ‘আমরা বলেছি শুধুমাত্র আমদানি করা ভারতীয় বা বিদেশি চাল প্লাস্টিকের ব্যাগে থাকলে আপত্তি নেই। কিন্তু দেশীয় চালে প্লাস্টিকের বস্তা পেলেই জব্দ করবেন। তাহলে আমাদের পাট পণ্যের ব্যবহার নিশ্চিত হবে।’

রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি খাতে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘পাটকলগুলো আমরা বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার জন্য টেন্ডার করেছি। ৬টি পাটকল এরই মধ্যে বেসরকারি ব্যবস্থাপনা দেওয়া হয়েছে আরও ১১টি ক্ষেত্রে টেন্ডার আহ্বান করা হয়েছে। আজকে সেই টেন্ডার ওপেন হবে। এরপর এগুলোর ব্যবস্থাপনা বেসরকারি খাতে যাবে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে প্রচুর কলা গাছ রয়েছে। এগুলো কাজে লাগানো যেতে পারে। ডিসিরা কলাগাছ থেকে সুতা তৈরির বিষয়ে কথা বলেছেন। অনেক দেশে কলাগাছ থেকে সুতা তৈরি হয়। তাই কলাগাছ থেকে সুতা তৈরির বিষয়টি সংশ্লিষ্ট রিসার্চ ইনস্টিটিউটকে বলব।’ 

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে

মনোনয়নপত্র নিলেন ৩১৪৪ জন, আগামীকালই দাখিলের শেষ সময়

আগামী মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের ‘অতিরঞ্জিত’ মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা